promotional_ad

শুধু ভারত নয়, বিশ্ব তারকাদের দিকে নজর বিসিবির

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন ভারতসহ বিভিন্ন দেশের নামি-দামি ক্রিকেটারদের এই দুই ম্যাচে আনতে  আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা।


এজন্য বিভিন্ন ক্রিকেটারের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কদিন আগেই আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভারতের সাতজন ক্রিকেটারকে এই দুটি ম্যাচে পেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে চিঠি দিয়েছে বিসিবি। এই বিষয়টি খোলাসা করে না বললেও নিজামউদ্দিন জানিয়েছেন বেশ কয়েকটি দেশের সঙ্গেই এই ব্যাপারে কথা হচ্ছে তাদের।



promotional_ad

বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'বিষয়টা এরকম না, ভারত নয় আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব খুব হাই প্রোফাইল দুটো ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে প্রেক্ষিতে আমরা বোর্ডগুলোর সাথে অলরেডি যোগাযোগ করেছি, বিভিন্ন দেশগুলোর সাথে খেলোয়ারেদের এজেন্টের মাধ্যমে জানতে চেয়েছি, সবগুলো দেশের সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে।'


বিসিবির নজর বিভিন্ন নামি দামি ক্রিকেটাররাই। এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিসিবির এই প্রধান নির্বাহী। তিনি বলেছেন, 'আমি আবারও বলি শুধু ভারত না অধিকাংশ দেশের সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা চেষ্টা করছি যত বেশি নামি দামি খেলোয়াড়দের এই ম্যাচগুলোর জন্য অনুমতি নেয়া যায়।'


খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হলেই সিরিজ সূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নিজামউদ্দিন। এশিয়ার সেরা ক্রিকেটাররাই এশিয়া একাদশে হয়ে খেলবে বলে আশাবাদী বিসিবি। সেই সঙ্গে বিশ্বের অন্যান্ন দলের খেলোয়াড়রা বিশ্ব একাদশে হয়ে খেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।



নিজামউদ্দিনের ভাষ্যমতে, 'এভাবে কনফার্মেশন আসলে এখনো আসেনি দলগুলোর সিরিজ, সূচী , তাদের নির্বাচন সবকিছু মিলিয়ে তবে সিদ্ধান্ত হবে। আমরা চেষ্টা করবো এশিয়া একাদশের জন্য এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ করছি। রেস্ট অব দ্য ওয়ার্ল্ড যেটা হবে সে ব্যাপারেও আমরা বিভিন্ন দেশগুলোর সাথে যোগাযোগ করছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball