টপ অর্ডারেই স্বাচ্ছন্দ্য আফিফের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য আফিফ হোসেন ধ্রুব। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিচের দিকে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে সবার নজর কেড়েছেন তিনি। তবে আফিফ জানিয়েছেন টপ অর্ডারে ব্যাটিংয়েই স্বাচ্ছন্দ্য তাঁর।
এই বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছেন, শুরু থেকে খেললে খেলাটা তাঁর জন্য সহজ হয়ে যায়। এ ছাড়া সময় নিয়ে ব্যাটিং করা যায়। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের চেয়ে আলাদা হিসেবে বিবেচনা করছেন তিনি।

এ প্রসঙ্গে আফিফ বলেছেন, 'টপ অর্ডারেতো আমি অবশ্যই কমফোর্ট ফিল করি, কারণ ওই সময়টায় খেললে আমার জন্য সহজ হয়ে যায়। অনেক সময় নিয়ে ব্যাটিং করতে পারি। তো এনসিএল, বিসিএল এগুলো টেস্ট ফরম্যাট, টি-টোয়েন্টি আলাদা ফরম্যাট।'
কদিন আগেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি করেছেন আফিফ। এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গত আসরে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে অভিষেকেই ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি (১০৫) করেছিলেন তিনি।
টপ অর্ডারে দারুণ খেলার রেকর্ড থাকলেও জাতীয় দল এবং ইমার্জিং দলের হয়ে নিয়মিত মিডল অর্ডারে ব্যাট করতে হচ্ছে আফিফকে। এ নিয়ে অভিযোগ নেই তাঁর। তিনি জানিয়েছেন, দলের প্রয়োজনে যেকোনো জায়গাতেই ভালো করার চেষ্টা করবেন তিনি।
আফিফের ভাষ্য, 'যেখানে আমাকে ভালো মনে করছে যে আমি ভালো করতে পারবো সে হিসেবেই আমাকে সুযোগ দিচ্ছে ওখানেই আমি ভালো করার চেষ্টা করবো। ইমার্জিং কাপে আমি ৫ নম্বরে খেলেছি, এটা নিয়ে আমার কোন সমস্যা নেই।'