promotional_ad

মুশফিক-মাহমুদউল্লাহদের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কোহলির

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে দুই টেস্টেই কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। এমন পারফরম্যান্সের পরও বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির।


তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা আছে বলেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তারা। তবে ম্যাচের পরিস্থিতি বোঝার জন্য মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে বলে মনে করেন কোহলি। ভারতের অধিনায়কের মতে বোর্ড এবং খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিলেই কেবল এই ফরম্যাটে উন্নতি সম্ভব।



promotional_ad

এ প্রসঙ্গে কোহলি বলেছেন, 'দক্ষতা অবশ্যই আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, যোগ্য বলেই খেলছে। তবে ম্যাচের পরিস্থিতি বোঝা বা কি করে আরও ভালো করতে হয় সেটা বোঝা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা আমি বললাম, বোর্ড ও খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে তাদের কাছে এটার গুরুত্ব কেমন। কেবল মাত্র তখনই আপনি টেস্ট ক্রিকেটে সামনে এগোতে পারবেন।'


দলের অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়াই ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। অভিজ্ঞদের মধ্যে কেবল মুশফিক এবং মাহমুদউল্লাহই ছিলেন। দুইজন মাত্র অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে খেলা দলের কাছে বেশি কিছু আশা করা যায় না বলেও মনে করেন তিনি।


বাংলাদেশ দলকে নিয়ে কোহলি বলেছেন, 'প্রথমত, দলের সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার ছাড়াই তারা খেলেছে। সাকিব নেই, তামিম নেই। মুশফিক আছে, মাহমুদউল্লাহ আছে, কিন্তু কেবল দুজন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে আপনি একটা দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না।'



বাংলাদেশের বর্তমান টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। তারা ভারত সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন বলেই বিশ্বাস কোহলির। বাংলাদেশের এমন পারফরম্যান্সকে অনিয়মিত টেস্ট খেলাকে দায়ী করছেন কোহলি।

ভারতের অধিনায়ক বলেছেন, 'দলের বাকি ক্রিকেটাররা তরুণ, তাই তারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে। যেটা আমি বললাম, তারা যত বেশি টেস্ট খেলবে তত বেশি অভিজ্ঞ হবে। যদি আপনি এখন দুটো টেস্ট খেলেন এবং এরপর আবার দেড় বছর পর টেস্ট খেলতে নামেন তাহলে আপনি বুঝতে পারবেন না চাপের পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball