promotional_ad

কি শিক্ষা নিয়েছে পরবর্তী সিরিজে দেখতে পাবেনঃ মুমিনুল

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ইনিংস হারের লজ্জা পেয়েছে মুমিনুল হকের দল। বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক মনে করেন দলের ক্রিকেটাররা ভারত সিরিজ থেকে কি শিক্ষা নিয়েছে তা পরবর্তী সিরিজে দেখা যাবে।


টেস্টে দলের ক্রিকেটারদের কাছ থেকে মনোযোগ এবং শক্ত মানসিকতা চান মুমিনুল। তাহলেই কেবল সাদা পোষাকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে বাংলাদেশের। কলকাতা টেস্ট শেষে একথা জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে মুমিনুল বলেছেন, 'এই সিরিজ থেকে তারা যদি শিক্ষাটা নিতে পারে পরবর্তী সিরিজে তা দেখতে পাবেন। যদি শিক্ষা নিতে না পারে তাহলে দেখতে পাবেন না। যখন খেলবে মনোযোগ দিয়ে খেলাটা আর শক্ত মানসিকতা নিয়ে খেলাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।'


ভারতের বিপক্ষে দুই টেস্টে হারের পরও এই দুই ম্যাচে পাওয়া শিক্ষা কাজে লাগাতে আশাবাদী মুমিনুল। তাঁর বিশ্বাস ভারত সফরের শিক্ষা সবাই কাজে লাগাবেন সামনের সিরিজগুলোতে। এই শিক্ষাটা পরবর্তী এক-দুই বছরও কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


মুমিনু??? বলেছেন, 'এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই বলের বিরুদ্ধে আপনি কিভাবে খেললেন কিংবা পরবর্তীতে কিভাবে প্রস্তুতি নিবেন তা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় দল হিসেবে সবাই ঐ শিক্ষাটা নিবে। এই শিক্ষাটা পরবর্তী এক বছর কিংবা দুই বছর বা পরের সিরিজে কাজে দিবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball