ব্যাটিং নেয়ার সিদ্ধান্তে অবাক বিসিবি সভাপতি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে মাঠে নামার আগে গোলাপি বলে কোনো প্রস্তুতি ম্যাচ খেলারও অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। অনভিজ্ঞতা থাকার পরও কলকাতা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দারুণ সাহসের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
টেস্ট দলপতির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আগের দিন টিম মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছিল টস জিতলে ফিল্ডিং নেবে বাংলাদেশ। তবে সেই সিদ্ধন্তে অটল না থাকায় ক্ষেপেছেন বোর্ড সভাপতি।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি, আমরা সকলেই হয়েছি। বেশি আশ্চর্য হয়েছি আগের দিন টিমের সাথে আমি বসেছি। কোচ-অধিনায়ক দুজনেই বলেছেন টসে জিতলে ফিল্ডিং নেব।‘

ব্যাটিংয়ে নেমে অবশ্য অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। জবাবে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
এরপর দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে বাংলাদেশ। মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ১৫২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে মুমিনুল হকের দল। পাপন জানিয়েছেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দেখেই প্রথম ধাক্কা খান তিনি।
পাপন বলেছেন, 'যখন আমরা টসে জিতে ব্যাটিং নিতে দেখেসি, প্রথম ধাক্কাটা খেয়েছি আমি।, ভারতীয় যত জনের সাথে কথা হয়েছে তারা বলেছে টসে জিতলে তারা ফিল্ডিংই নিতো।'