দুই দলের মধ্যে বিশাল পার্থক্য দেখছেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। কলকাতায় অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনও দেখা গেছে দুই দলের পার্থক্য। আগে ব্যাটিংয়ে নেমে ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৪ রান করে প্রথম দিন শেষ করেছে ভারত। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো স্বীকার করে নিয়েছেন ভারতের চেয়ে পিছিয়ে থাকার কথা।

দুই দলের মধ্যে তিনি বিশাল পার্থক্য দেখছেন। মূলত পারফরম্যান্সের মাপকাঠিই দুই দলের পার্থক্য দেখাচ্ছে বলে মনে করেন তিনি। ব্যাটিং-বোলিং দুই ভূমিকাতেই ভারত এগিয়ে বাংলাদেশের চেয়ে। এমনটাই মনে করেন তিনি।
ডমিঙ্গো বলেছেন, 'এখানে বিস্তর ফারাক রয়েছে দুই দলের মধ্যে। আপনি যদি পারফরম্যান্সের লেভেল দেখেনে, এই মূহুর্তে অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং এবং বোলিং দুই ভূমিকাতেই।'
ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড দিয়েই দুই দলের পারফরম্যান্সের রেখাটা দেখিয়েছেন ডমিঙ্গো। বাংলাদেশের এই কোচ বলেছেন, 'আপনি বিরাট কোহলির রেকর্ড দেখুন। সে ২৬টি সেঞ্চুরি করেছে। আমাদের সবাই মিলে ১৬-১৭টি সেঞ্চুরি করেছে। তাই টেস্ট ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে আছি।'