promotional_ad

ভারতীয় পেসারদের কৃতিত্ব দিচ্ছেন ডমিঙ্গো

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টে ভারতের পেসারদের তাণ্ডবে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেশ যাদব মিলেই নিয়েছেন বাংলাদেশের ১০ উইকেট।


প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর প্রশংসা পেয়েছেন শামি-ইশান্তরা। বাংলাদেশের এই কোচ মনে করেন বাংলাদেশকে চাপের মধ্যে রেখে দারুণ বোলিং করেছেন ভারতের পেসাররা। প্রথম দিনের খেলা শেষে তাই ভারতীয় পেসারদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের কোচ।



promotional_ad

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, 'আমরা ভারতের শক্তি বোলিং আক্রমণের বিপক্ষে খেলছি। তাঁরা সম্ভবত বর্তমান বিশ্বের সেরা বোলিং বোলিং আক্রমণ। তাদের তিনজন অভিজ্ঞ পেসার আছে শামি, ইশান্ত এবং যাদব। তাঁরা চাপের মধ্যে রেখে অনেক ভালো বল করেছে।'


ভারতের পেসারদের নিয়মতান্ত্রিক বোলিংয়ের প্রশংসা করেছেন ডমিঙ্গো। পরিসংখ্যান আর ব্যাটিং অর্ডারেই দুই দলের স্পষ্ট পার্থক্য মেনে নিয়েছেন ডমিঙ্গো। প্রথম দিন ব্যাটে-বলে ভারত মারাত্মক চাপের মধ্যে রেখেছিল বাংলাদেশকে। এমনটাই মনে করেন তিনি।


ডমিঙ্গো বলেছেন, 'তারা খুব নিয়মতান্ত্রিক বোলিং করেছে। আপনি যদি দুই দলের ব্যাটিং অর্ডার দেখেন, পরিসংখ্যান দেখেন এবং তাদের (ভারতের) অভিজ্ঞতা দেখতে পাবেন। তারা আমাদের মারাত্মক চাপের মধ্যে রেখেছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball