নিবিড় পর্যবেক্ষণে লিটন-নাঈম

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে মাথায় চোট পাওয়া লিটন দাস এবং নাঈম হাসানকে শুক্রবারই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নাঈমের এমআরআই টেস্ট করানো হয়েছে। সেই সঙ্গে লিটনকে করানো হয়েছে সিটি স্ক্যান।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুজনকেই নিবিড় পর্যবেক্ষণা রাখা হবে বলে জানিয়??ছেন, কলকাতার উডল্যান্ড হাসপাতালের ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সপ্তর্ষী বসু।

এক বিবৃতিতে তিনি বলেছেন, 'নাঈম হাসানের এমআরআই টেস্ট করানো হয়েছে এবং লিটন দাসের সিটি স্ক্যান করানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর মধ্যে কোনো সমস্যা পাওয়া গেলে তারা আবার হাসপাতালের সাথে যোগাযোগ করবে।'
লাঞ্চের ঠিক আগে ভারতের পেসার মোহাম্মদ শামির বাউন্সে মাথায় আঘাত পান লিটন। ব্যক্তিগত ২৪ রানে অপরাজিত এই ব্যাটসম্যান লাঞ্চের পর আর মাঠে ফিরতে পারেননি। তাঁর কনকাশন সাব হিসেবে খেলছেন মেহেদি হাসান মিরাজ।
ব্যাটিং ফিল্ডিং করতে পারলেও মিরাজ অবশ্য বল করতে পারবেন না এই ম্যাচে। লাঞ্চের পর শামির বাউন্সারে মাথায় আঘাত পান নাঈম। তিনি ১৯ রান করে আউট হন। ইনিংসে শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় কলকাতা টেস্টে আর খেলা হচ্ছে না তাঁর। নাঈমের কনকাশন সাব হিসেবে খেলবেন তাইজুল ইসলাম।