ইডেনে ক্রিকেটের স্পিরিট দেখালেন কোহলি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ভারতের তিন পেসার মিলেই বাংলাদেশের ১০ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে বাউন্স আর সুইংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের নাকাল করেছেন উমেশ যাদব, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মারা। এরই মাঝে ভারতের অধিনায়ক বিরাট কোহলি নিজের মানবিকতার নিদর্শন দেখিয়েছেন।

শামির বাউন্সে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। এরপর শামির আরেক বাউন্সারে মাথায় চোট পান নাঈম হাসান। সেই সময় লিটনের সেবা-শুশ্রুষায় ব্যস্ত ছিলেন বাংলাদেশের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
বাংলাদেশের ফিজিওর আসতে দেরি হচ্ছে দেখে কোহলি ভারতীয় ফিজিও নিতিন প্যাটেলকে ডেকে আনেন। ভারতীয় দলের ফিজিও নাঈমকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কোনো শঙ্কা নেই বলে জানান। এ সময় নাঈমকে সাহস যোগাতে দেখা গেছে রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারাকে।
কিছুক্ষণ পর মাঠে আসেন বাংলাদেশের ফিজিও। এরপর ভারতের ফিজিও নিতিনের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। এরপর নাঈম ব্যাটিং চালিয়ে যান। ২৮ বলে চারটি বাউন্ডারিতে তিনি করেন ১৯ রান। যদিও ইনিংস শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, কলকাতা টেস্ট থেকে ছিটকে গেছেন নাঈম।
তাঁর কনকাশন সাব হিসেবে খেলছেন তাইজুল ইসলাম। এর আগে লিটন দাসের সাব হিসেবে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম কোনো দল দুই কনকাশন সাব নিয়ে খেলছে।