promotional_ad

পাকিস্তানের বোলিং আক্রমণে ভীত নয় বাংলাদেশ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে শনিবার (২৩ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে পাকিস্তানের বোলিং আক্রমণকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 


তিনি জানিয়েছেন পাকিস্তানের বোলিং আক্রমণ ভালো হলেও এটা নিয়ে ভীত নন তাঁরা। বাংলাদেশ ইমার্জিং দলের বেশিরভাগ খেলোয়াড়ই জাতীয় দলে খেলেছেন। তাই পাকিস্তানের বোলারদের মোকাবেলা কঠিন হবে না বলেই মনে করেন এই ওপেনার।



promotional_ad

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'অবশ্যই ওদের বোলিং আক্রমণ খুবই ভালো। তবে আমরা এ নিয়ে চিন্তিত না। আমাদের যে ব্যাটসম্যানরা আছে তারা সবাই টপ লেভেলে এমন বোলার ফেইস করে আসছে। বিপিএলেও অনেক জোরে বোলারের বিপক্ষে আমাদের খেলতে হয়েছে। তাই অভ্যাসটা আছে, খুব বেশি চিন্তিত না আমরা।'


ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথমবারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাড়তি চাপ নিতে নারাজ শান্ত। তাঁর বিশ্বাস পরিকল্পনা মতো খেলতে পারলে ম্যাচটিতে জয় সম্ভব।


শান্তর ভাষ্যমতে, 'আমাদের যে প্রসেস সেই অনুযায়ী আগাবো। ইনশাআল্লাহ্‌ যদি পরিকল্পিনা মতো খেলতে পারি তাহলে ম্যাচটা জিততে পারব।'



শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 


সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন সৌম্য সরকার,শান্তরা। শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। আত্মবিশ্বাসের দিকে দুই দলই রয়েছে শক্ত অবস্থানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball