ইডেন গার্ডেন্সে থাকছে স্পোর্টিং উইকেট

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট দিয়ে উপমহাদেশের প্রথম গোলাপি বলের ম্যাচ মাঠে গড়াচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেটে ঘাস রাখা হচ্ছে। উইকেটের মাটিও থাকবে শক্ত।
এমনটাই জানিয়েছেন, ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখার্জি। আগামী শুক্রবার (২২-২৬ নভেম্বর) থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশ-ভারত দুই দলই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে চলেছে।

এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘গোলাপি বলে সাধারণত যারা খেলেছে, তাদের থেকে শুনেছি, উইকেটে একটু ঘাস থাকলে ভালো হয়, উইকেট একটু শক্ত থাকলে ভালো হয়। আর আউটফিল্ডে ঘাস কম রাখলে ভালো হয়।’
উইকেটে ঘাস থাকলেও ম্যাচটি যে পেসারদের জন্য স্বর্গরাজ্য হবে এমনটা নয়। দর্শকরা যেন নির্মল আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্য ইডেনে স্পোর্টিং উইকেট হবে বলেই জানিয়েছেন মাঠটির কিউরেটর।
তিনি বলেছেন, ‘তিন বছর থেকে সবাই দেখছে, আমার উইকেট স্পোর্টিং হয়। এখানে ব্যাটসম্যান-বোলার সবার জন্য সহযোগিতা থাকে। আমি সেরকম উইকেট বানিয়েছি যাতে দর্শকরা খেলা দেখে আনন্দ পান।’
শীতের মৌসুমে দিবা-রাত্রির টেস্টে স্পিনারদের উদ্বেগের কারণ হতে পারে শিশির। শিশিরের প্রভাব কমাতে এন্টিডিউ স্প্রে করা হচ্ছে ইডেনে।