promotional_ad

নাঈম-বিপ্লবে মুগ্ধ ভেটরি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত সফরের আগে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প দিয়ে স্পিন বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন ড্যানিয়েল ভেটোরি। বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করে দারুণ আনন্দিত তিনি।


ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের আগে তিনি জানিয়েছেন, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজকে আগে থেকেই চিনতেন তিনি। আর নাঈম হাসানকে বিশেষ প্রতিভা হিসেবেই মূল্যায়ন করছেন তিনি। বাংলাদেশ দলের একমাত্র লেগ স্পিনার বিপ্লবকে দেখেও মুগ্ধ হয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে ভেটরি বলেছেন, 'আমি খুবই রোমাঞ্চিত। তাইজুল ও মিরাজকে আগে থেকেই জানতাম। (আর যাদের দেখেছি) নাঈম স্পেশাল এক প্রতিভা। টি-টোয়েন্টি সিরিজে লেগ স্পিনার বিপ্লবকে দেখেও মুগ্ধ হয়েছি। ঢাকায়ও আমি বেশ কিছু স্পিনারকে দেখে এসেছি।'


বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করাকে দারুণ একটি সুযোগ হিসেবেই দেখছেন ভেটরি। তাদের নিয়ে অনেক কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। বাংলাদেশের স্পিনারদের মধ্যে দারুণ প্রতিভা আছে বলেও ধারণা এই স্পিন বোলিং কোচের।


ভেটরি বলেছেন, 'আমার জন্য এটি দারুণ সুযোগ। আমি জানি, ওদেরকে নিয়ে অনেক কাজ করতে হবে। তবে বেশ দারুণ এক দল বোলার আছে, যারা সময়ের সঙ্গে আরও সমৃদ্ধ হতে পারে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball