সূর্যাস্তের সময় কঠিন চ্যালেঞ্জ দেখছেন ভেটরি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে শুক্রবার (২২ নভেম্বর)। বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি মনে করেন গোলাপি বলের এই টেস্টে সূর্যাস্তের সময় দুই দলকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
দিনের বেলায় গোলাপি বলে খেলতে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন তিনি। শীতের মৌসুমে এমনিতেই একটু আগে সূর্যাস্ত হয় কলকাতায়। এই সময় বল দেখতে সমস্যা বলে ধারণা করছেন বাংলাদেশের এই স্পিন বোলিং পরামর্শ।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ভেটরি বলেছেন, ‘সাধারণত দিনের বেলায় গোলাপি বলে কোনো সমস্যা হয় না। কৃত্রিম আলোতে সমস্যা হতে পারে। এখন খুব দ্রুতই আলো পড়ে যায়। তখনই আমরা গোলাপি বলের আসল কাজটা দেখতে পারবো। আমার অভিজ্ঞতা বলতে গেলে টিভিতে যতটুকু দেখা। একদম গোধূলিলগ্নে বল খানিকটা সুইং করতে পারে। আমার মনে হয় তখনই ম্যাচটা জমবে।’
গোলাপি বলের টেস্টে একজন বাড়তি পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন ভেটরি। সেই সঙ্গে স্পিনাররাও বড় ভূমিকা রাখতে পারেন বলে বিশ্বাস তাঁর। বাংলাদেশের এই স্পিন বোলিং পরামর্শকের মতে বাড়িতি একজন পেসারের সাথে স্পিনারদের মূল কাজ হবে রান আটকে রাখা।
ভেটরি বলেছেন, 'গোলাপি বলের টেস্টেও স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে। তবে সেই ভূমিকা এখানে ভিন্ন হবে। সূর্যাস্ত এখানে দ্রুত হয়ে যায়। বাড়তি একজন পেসারের সঙ্গে স্পিনারদের মূল কাজ হবে এখানে রান আটকে রাখা।'