নাঈমের মাথার চোট গুরুতর নয়

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কলকাতা টেস্ট থেকে সাইফ হাসানের ছিটকে পড়ার দিন আরেকটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশ দলকে। মাথায় চোট পেয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। যদিও তাঁর চোট খুব একটা গুরুতর নয়, যা কিছুটা স্বস্তির হাওয়া ছড়াচ্ছে বাংলাদেশ শিবিরে।
দ্বিতীয় টেস্টের ভেন্যু কলকাতায় এসে অনুশীলনের প্রথম দিনই মাথায় চোট পান ১৮ বছর বয়সী নাঈম। সঙ্গে সঙ্গে তাঁকে উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানোর হয় এই তরুণকে।

বর্তমানে স্বাভাবিক আছেন নাঈম, জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু। তিনি বলেন, 'নাঈম মাথায় চোট পেয়েছিল। ওকে এখানে নিয়ে এসেছিল, ট্রিটমেন্ট করলাম। তবে চোট গুরুতর নয়। সিটি স্ক্যান করা হয়েছে। স্বাভাবিক আছে। একটু ব্যথা পেয়েছে।'
সিটি স্ক্যানের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে নাঈমকে। শঙ্কামুক্ত আছেন তিনি।
ইন্দোর টেস্টে একাদশে জায়গা হয়নি নাঈমের। এখনও দেশের বাইরে কোনো টেস্ট খেলা হয়নি তাঁর। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ দলে অভিষেক হওয়া নাঈম এখন পর্যন্ত ৩ টেস্ট খেলে ২৩.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন।