promotional_ad

জিততে পারলে এর চেয়ে ভালো হতে পারে নাঃ বাশার

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। র‍্যাঙ্কিংয়েই দুই দলের পার্থক্যটা স্পষ্ট। দুই দলই শুক্রবার (২২ নভেম্বর) প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে মাঠে নামছে। বাস্তবতা মেনে এই ম্যাচে ড্র করাকেই বড় অর্জন মানছেন হাবিবুল বাশার।


বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, ভারতের বিপক্ষে জয় পেলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ওয়ানডেতে জয় পাওয়া যতটা সহজ টেস্টে তিন দিন ভালো করেও জয় পাওয়া প্রায় অসম্বব। এর পরেও বাংলাদেশ দলকে নিয়ে নিজের প্রত্যাশা উপরেই রাখছেন তিনি। তাঁর মতে লক্ষ্যটা বড় হওয়াই ভালো।



promotional_ad

এ প্রসঙ্গে বাশার বলেছেন, 'টেস্ট ম্যাচে আমরা যদি ভালো করি। এই মূহুর্তে যদি বাস্তবতা বলি ড্র করতে পারি অবশ্যই ভালো হবে। আর যদি জিততে পারলে এর চেয়ে ভালো হতে পারে না। পিঙ্ক বল দুই দলের জন্যই অপরিচিত। ওয়ানডেতে আপনি জিতে যেতে পারেন। টেস্ট ম্যাচে তিনদিন ভাল খেললেও আপনি জিততে পারবেন না। লক্ষ্যটা বড় হওয়াই ভালো।'


ঐতিহাসিক এই দিবা-রাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সাবেক ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। অভিষেক টেস্টের খেলোয়াড় হিসেবে বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট দেখতে যাচ্ছেন বাশারও। তিনি জানিয়েছেন এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তিনি।


বাশার বলেছেন, 'আমি উপভোগের চেয়ে রোমাঞ্চিত শব্দটা ব্যবহার করতে চাই বেশি। আমরা সবাই অবশ্যই রোমাঞ্চিত। আমি ইডেনে কোনো টেস্ট ম্যাচ খেলিনি। এখানে কোনো টেস্ট ম্যাচ দেখিনি। এখন সুযোগ হয়েছে টেস্ট ম্যাচ দেখার। বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ খেলবে। উপমহাদেশে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হচ্ছে। সব কিছু মিলিয়ে ইতিহাসের সঙ্গী হতে পারা দারুণ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball