অসুবিধা হলে দুই দলেরই হবেঃ আল আমিন

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্টটি হবে দিবা-রাত্রির। দুই দলই এই ম্যাচে প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে চলেছে। ফলে দুই দলকেই বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে বলে মনে করেন আল আমিন হোসেন।
বাংলাদেশের এই পেসারের মতে অসুবিধা হলে দুই দলেরই হবে। কারণ দুই দলই গোলাপি বলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। কুয়াশায় বল ভিজলে দুই দলের জন্যই ভিজবে এবং ব্যাটসম্যানরা সমস্যা পড়লে দুই দলের ব্যাটসম্যানরাই সমস্যায় পড়বেন বলে মনে করেন আল আমিন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা তো এই বলে খেলিনি কখনও। সাদা বলে খেলেছি, লাল বলে খেলেছি, গোলাপি বলটা সবার জন্যই নতুন। গোলাপি বলটা একটু ডিফারেন্ট ভাবে তৈরি আপনারাও জানেন। সে ক্ষেত্রে সবার জন্য প্রতিবন্ধকতা হবে। বলটা যখন ভিজে যাবে আমাদের জন্যও ভিজে যাবে, ভারতের জন্যও ভিজে যাবে। ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করবে ওদের জন্যও অসুবিধা আমাদের জন্যও অসুবিধা।'
গোলাপি বলে দুই দলের জন্যই অপরিচিত হলেও বোলাররাই পার্থক্য গড়ে দেবেন বলে মনে করেন আল আমিন। স্পিনার এবং পেসাররা একসঙ্গে ভালো জায়গায় বল না করলে পারলে দলের জন্য ম্যাচটি কঠিন হয়ে যাবে। ভালো বল করলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবেন বলে বিশ্বাস এই পেসারের।
আল আমিন বলেছেন, 'আমি বারবার বলছি এখানে যারা বোলার থাকবে স্পিনার এবং পেসার আমরা গ্রুপ হিসেবে যদি ভালো জায়গার বল না করতে পারি আমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। ব্যাটসম্যানদের আমরা যত ভালো বল করবো, এতো বেশি ট্রাবল দিতে পারবো।'