promotional_ad

পুরান ভুল থেকে শিক্ষা নেবেন বিশ্বাস স্মিথের

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্টিভেন স্মিথ মনে করেন নিকোলাস পুরান তাঁর বল টেম্পারিংয়ের ভুল থেকে শিক্ষা নেবেন। এটা তাঁর মানসিক সীমাবদ্ধতা এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সম্পর্কে ধারণা দেবে বলে বিশ্বাস স্মিথের।


লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল টেম্পারিং করে ধরা পড়েছেন পুরান। ম্যাচটিতে ৫ উইকেটে জিতে আফগানদের হোয়াইটওয়াশ করে উইন্ডিজ। বল টেম্পারিংয়ের ফলে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। 



promotional_ad

যদিও একই অপরাধের কারণে স্মিথকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষিদ্ধ করেছিল ১ বছরের জন্য। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক মনে করেন প্রত্যেক ক্রিকেট বোর্ডই আলাদা ভাবে ব্যাপারগুলো পর্যালোচনা করে। তাই প্রত্যেকের ব্যাপারটিই ভিন্ন। 


পুরানের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্মিথ বলেছেন, 'প্রত্যেকেই ভিন্ন, প্রত্যেক বোর্ডও ভিন্ন এবং যেভাবে তাঁরা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সেগুলোও। আমি নিকোলাসকে চিনি। আমি তার সঙ্গে বেশ কিছুদিন খেলেছি এবং সে দারুণ প্রতিভাবান এবং তার দারুণ ভবিষ্যৎ আছে। আমি মনে করি সে তর ভুল থেকে শিক্ষা নেবে এবং এটা কাটিয়ে উঠবে।'


স্মিথ মনে করেন, পুরানের তুলনায় তাঁর শাস্তি কঠিন ছিল না। শাস্তি ভোগ করে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে স্মিথ। এখন অতীতের কথা ভাবতে চান না তিনি। পুরানকে সীমিত ওভারের ক্রিকেটের ব্যক্তিক্রমি ক্রিকেটার হিসেবেই মূল্যায়ন করছেন স্মিথ।



ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, 'আমি এটাকে কঠিন মনে করছি না। এটা অনেক আগের কথা। আমি এটা পার করে এসেছি এবং আমার মনোযোগ এখন বর্তমানে। আমি তাঁর সাথে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছি বার্বাডোসের হয়ে। আমি মনে করি সে সাদা বলের ক্রিকেটে ব্যতিক্রম ক্রিকেটার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball