promotional_ad

বাংলাদেশের হারের মূলে রক্ষণাত্মক মনোভাবঃ হোয়াটমোর

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কোচ হিসেবে বাংলাদেশকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন ডেভ হোয়াটমোর। সেই দলকে টেস্টে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হতে দেখে হতাশ বাংলাদেশের সাবেক এই কোচ। তিনি মনে করেন রক্ষণাত্মক মনোভাবের কারণেই হেরেছে বাংলাদেশ।


বাংলাদেশের কোচ থাকাকালীন বাংলাদেশের খেলোয়াড়দের আক্রমণাত্মক হওয়ার জন্য পরামর্শ দিতেন বলেই জানিয়েছেন হোয়াটমোর। তাঁর মতে, রক্ষণাত্মক মনোভাবের কারণেই ভারত বাংলাদেশকে চাপে রাখতে সফল হয়েছে।



promotional_ad

এ প্রসঙ্গে হোয়াটমোর বলেন, 'হারের অন্যতম কারণ অবশ্যই রক্ষণাত্মক মনোভাব। শামিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ওপেনারেরা বলের নাগালই পাচ্ছিল না। প্রতিপক্ষকে ওদের উপরে চাপতে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি কোচ থাকাকালীন স্পষ্ট বলে দিতাম, হারতে রাজি আছি। কিন্তু লড়াই ছাড়া হারতে পারব না। মাঠে নেমে প্রতিপক্ষকে দাও, বাংলাদেশকে ছোট দল হিসেবে দেখলে ভুল করবে।'


ইন্দোর টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। হোয়াটমোরের মতে এটা সাহসী সিদ্ধান্ত ছিল। তবে ব্যাটিংয়ে এই সিদ্ধান্তের সদ্ব্যবহার না দেখে হতাশ এই অস্ট্রেলিয়ান কোচ।


তিনি ভেবেছিলেন ইমরুল কায়েস তাঁর অভিজ্ঞতা কাজে লাগাবেন। তিনিও ব্যর্থ হয়েছেন। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১২ রান। তাই বাংলাদেশের বাঁহাতি এই ওপেনারের পারফরম্যান্সও হতাশ করেছে সাবেক গুরুকে।



হোয়াটমোরের ভাষ্যমতে, 'ভারতের বিরুদ্ধে যদিও টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটি সাহসী ছিল। কিন্তু তার সদ্ব্যবহার করার কোনও চেষ্টাই দেখতে পাওয়া যায়নি। ভেবেছিলাম ইমরুল কায়েস তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। ওকে দেখে আমি হতাশ।'


হোয়াটমোর মনে করেন দলের শীর্ষ দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশের এই ফলাফল প্রত্যাশিতই ছিল। 'ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই ফল প্রত্যাশিতই ছিল। প্রথমত সাকিব ও তামিমকে ছাড়া ভারতের এই দলের বিরুদ্ধে ওদের মোকাবিলা করার কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। দ্বিতীয়ত, টেস্টকে এখনও যথেষ্ট প্রাধান্য দিতে শুরু করেনি ওরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball