রাহীর স্বপ্নের উইকেট কোহলি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্দোর টেস্টে রোহিত শর্মাকে ফিরিয়ে বাংলাদেকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন আবু জায়েদ রাহী। পর দিন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে আউট করেন তিনি। রবিবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাহী জানিয়েছেন কোহলির উইকেটটি ছিল তাঁর স্বপ্নের উইকেট।
দারুণ এক ইন সুইংঙ্গারে কোহলিকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেছিলেন রাহী। যদিও প্রথমে সেই আবেদনে সারা দেননি আম্পায়ার। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এরপর রিভিউ নিলে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় কোহলিকে। এটাই বাংলাদেশের বিপক্ষে কোহলির প্রথম শূন্য রানে ফেরার রেকর্ড।

কোহলির উইকেট প্রসঙ্গে রাহী বলেন, 'অবশ্যই ভালো অনুভূতি ছিল। কারণ, রোহিত ও কোহলি বিশ্বের এক, দুই নম্বর ব্যাটসম্যান বলতে গেলে। যেহেতু বিরাট কোহলি বিশ্বের এক নম্বর (আসলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বর) ব্যাটসম্যান, তাকে আউট করতে পারা মানে স্বপ্নের উইকেট। অবশ্যই কোহলি আমার লাইফের ড্রিম উইকেট।'
কোহলির উইকেট পাওয়ার পর সতীর্থরা অনেক উৎসাহ দিয়েছেন রাহীকে। ইন্দোর টেস্টে তিনিই বাংলাদেশের সেরা বোলার। রাহী জানিয়েছেন সুইং দিয়েই ভারতের ব্যাটসম্যানদের পরাস্ত করতে চেয়েছিলেন তিনি।
রাহীর ভাষ্যমতে, 'তখন চেষ্টা করেছি বলটা সুইং করাতে পারি কিনা। আমার মনে হয়, আমার মূল শক্তি হলো সুইং। সুইং করে ব্যাটসম্যানকে পরাস্ত করতে হয়। আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বোলিং করার।'