তুষার-সোহানের ব্যাটে সমান তালে লড়ছে খুলনা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে সমান তালে লড়ছে প্রথম স্তরের শীর্ষ দুই দল ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৫২ রান। ঢাকা বিভাগের চেয়ে ২৭ রানে পিছিয়ে থেকে তাঁরা দিন শেষ করেছে।
চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তুষার ইমরান এবং নুরুল হাসান সোহান। তুষার ৭৫ রান নিয়ে ব্যাট করছে। সোহান অপরাজিত আছেন ৫৬ রান করে।
আগের দিনের ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান নিয়ে দিন শুউর করেছিল ঢাকা। তবে বেশিদূর এগোতে পারেনি দলটি। মাত্র ৬ রান যোগ করেই তাঁরা শেষ ৩ উইকেট হারায়। ঢাকার ইনিংস থামে ২৭৯ রানে।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রবিউল ইসলাম রবি ও এনামুল হক। এই দুজন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮২ রান।
হাফ সেঞ্চুরি তুলে নিয়ে এনামুল হক আউট হন। এরপর উইকেটে থিতু হওয়া অমিত মজুমদার ফিরে যান ২১ রান করে। ৪৫ রান করে রবিউল ইসলাম রবি ফিরলে চাপে পড়ে খুলনা।
সেখান থেকে দলকে টেনে তুলে লড়াইয়ে ফিরিয়েছেন তুষার। তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান। এই দুজনের ব্যাটেই লিডের স্বপ্ন দেখছে খুলনা বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ৯৩.১ ওভারে ২৭৯ (আগের দিন ২৭৩/৭) (মজিদ ৬৬, তাইবুর ১১০, শুভাগত ৬০; হালিম ৫/২৭, জিয়াউর ৪/২৪)
খুলনা ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫২/৩(রবি ৪৫, এনামুল ৫০, অমিত ২১, তুষার ৭৫*, নুরুল ৫৬*; শুভাগত ২/২৫)