promotional_ad

শামি-ইশান্তদের থেকে অনেক কিছু শেখার দেখছেন মুমিনুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের বোলাররা দাগ কাটতে না পারলেও ভয়ঙ্কর রূপে ছিলেন ভারতের পেসাররা। ভারতের তিন পেসার উমেশ যাদব, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মা মিলেই নিয়েছেন বাংলাদেশের ১৪ উইকেট।


তাই প্রতিপক্ষ দলের পেসারদের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বিশেষ করে ভারতের পেসারদের কাছ থেকে নতুন বল এবং পুরনো বলের ব্যবহার শিখতে পারেন বাংলাদেশের পেসাররা।



promotional_ad

ভারতের এই পেসাররা বাংলাদেশকে রিভার্স সুইং দিয়েও কুপোকাত করেছে। একই উইকেট থেকে বাংলাদেশের পেসাররা বলতে গেলে কোনো সাহায্যই নিতে পারেননি। তাই যাদব-শামিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন মুমিনুল।


এ প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, 'আমি মনে করি ভারতের পেসারদের কাছ থেকে তারা (বাংলাদেশের পেসাররা) শিখতে পারতে কিভাবে নতুন বল এবং পুরনো বল ব্যবহার করা যায়। সেই সঙ্গে রিভার্স সুইংটাও। তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।'


বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হওয়ার পর ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে খেলতে নেমে যাদব-ইশান্ত-শামি ত্রয়ীর বোলিংয়ে খরকুটোর মতো উড়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। 



মুমিনুলরা অল আউট হয়েছেন ২১৩ রান করে। এর ফলে ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে বাংলাদেশের হার নিশ্চিত হয়। আগামী শুক্রবার (২২ নভেম্বর) সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে কলকাতায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে দিবা-রাত্রির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball