রাব্বির সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বরিশাল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে প্রথম দিন শেষ করেছে বরিশাল বিভাগ। বরিশালের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি।
তিনি ১৬৮ বলে ১৪১ রানের ইনিংস খেলেছেন। রাব্বির ইনিংসটি সাজানো ছিল ৮টি ছয় এবং ১০টি চারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার শাহরিয়ার নাফিস এবং আবু সায়েম।

দুজনে যোগ করেছেন ৪০ রান। সায়েম ১২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। নাফিসের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। মিডল অর্ডারে শামসুল ইসলাম (১) এবং নুরুজ্জামান (৪) ব্যর্থ হলেও সোহাগ গাজী দারুণ সঙ্গ দিয়েছেন রাব্বিকে।
সোহাগ ফিরেছেন ২৩ রান করে। দেড়শো রানের দ্বারপ্রান্তে গিয়ে রাব্বি আউট হয়েছেন আল আমিনের বলে সৈকত আলীর হাতে ক্যাচ দিয়ে। বাকি সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন সালমান হোসেন এবং মঈন খান।
সালমান ১২২ বলে ৬৯ এবং ৫৫ বলে ৩৮ রান করে মঈন অপরাজিত আছেন। ঢাকা মেট্রোর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আসিফ হাসান এবং তাসকিন আহমেদ। ১টি করে উইকেট পেয়েছেন আরাফাত সানি এবং আল আমিন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বরিশাল বিভাগঃ ৩৩৮/৬ (৯০ বিভাগ) (নাফিস ৪৪, রাব্বি ১৪১, সালমান ৬৯*, মঈন ৩৮*; তাসকিন ২/৪০, আসিফ ২/৭৪)