ভারতকে হেসেখেলে হারালো বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইমার্জিং এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পেয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
ভারতের দেয়া ২৪৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই তাঁরা হারায় ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট। তিনি ১৪ রান করে সৌরভ দাবের বলে আউট হয়েছেন।
দ্বিতীয় উইকেটে ১৪৪ রান যোগ করেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। ওপেনার সৌম্য ৬৮ বলে ৭৭ রান করে আউট হয়েছেন সিদ্ধার্থ দেশাইয়ের শিকার হয়ে।
এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় এবং ৮টি চারে। সৌম্য আউট হওয়ার পর হাত খুলে খেলেছেন শান্ত। তিনি সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরেছেন ৮৮ বলে ৯৪ করে।
যশ রাথোরের বলে শান্ত ক্যাচ দিয়েছেন দেশাইয়ের হাতে। শান্তর ইনিংসটি সাজানো ছিল ২টি ছয় এবং ১৪টি চারে। এরপর বাংলাদেশকে জয়ের অনেক কাছে নিয়ে যান ইয়াসির আলী এবং আফিফ হোসেন।

শেষ দিকে ৩৯ বলে ২১ রান করে আউট হন ইয়াসির। দলকে জিতিয়ে ফেরা আফিফ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রান করে। জাকির হাসান অপরাজিত ছিলেন রান করে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক বিআর শরতকে ১২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর সানভির সিং কে (২৬) ফেরান সৌম্য সরকার। ওপেনার আরিয়ান জুয়েল অবশ্য লড়াই করে যান।
যদিও মেহেদী হাসানের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেননি তিনি। ফিরে যান ৩৭ রানে। তারপর জশ রাঠোরকে শূন্য রানে বিদায় করেন পেসার সুমন খান। এরপর ১২৫ রানের জুটি গড়েন আরমান জাফর ও ভিনায়েক গুপ্ত। ৪০ রানে গুপ্তকে থামিয়েছেন সৌম্য সরকার।
অপরপ্রান্তে সেঞ্চুরি তুলে নেন আরমান জাফর। আটটি ছক্কা ও তিনটি চারে ১০৫ রান করে সুমন খানের শিকারে পরিণত হন তিনি। শেষপর্যন্ত ভারত অলআউট হয় ২৪৬ রানে। সুমন খানের চার উইকেট ছাড়াও তানভির ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ইমার্জিং দলঃ ২৪৬/১০ (৫০ ওভার)
(জাফর ১০৫, গুপ্ত ৪০, জুয়েল ৩৭; সুমন ৪/৬৪)
বাংলাদেশ ইমার্জিং দলঃ ২৫০/৪ (৪২.১ ওভার)
(সৌম্য ৭৭, নাঈম ১৪, শান্ত ৯৪, ইয়াসির .২১, আফিফ.৩৪*, জাকির ২*)