promotional_ad

জয় কিংবা ড্র করলেই শিরোপা খুলনার

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম এবং শেষ রাউন্ড শুরু হচ্ছে শনিবার। এই রাউন্ডে জয় কিংবা ড্র পেলেই জাতীয় লিগের সপ্তম শিরোপা নিশ্চিত করবে খুলনা বিভাগ। ৫ ম্যাচে ২ জয় এবং ৩ ড্রতে ২৯.৯৬ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আব্দুর রাজ্জাকের দল।


সমান সংখ্যক ম্যাচে ১ জয় এবং ৪ ড্রতে ২৪.১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ঢাকা বিভাগ। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের শীর্ষ দুই দল মুখোমুখি হচ্ছে। প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহী বিভাগ মোকাবেলা করবে রংপুর বিভাগের।



promotional_ad

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। এদিন দ্বিতীয় স্তরেরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেন্ট্রোর বিপক্ষে লড়বে বরিশাল বিভাগ।


আর বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলতে নামবে সিলেট বিভাগ। পাঁচ ম্যাচে ২টি জয়, ২টি হার এবং ১ ড্রতে ২৬.৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট বিভাগ।


এক জয় এক হার এবং ৩ ড্রতে ২১.৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের দুই নম্বরে ঢাকা মেট্রো। শীর্ষ দুই দলেরই সুযোগ রয়েছে অবস্থান অপরিবর্তিত রেখে প্রথম স্তরে জায়গা করে নেয়ার।



৫ ম্যাচে ১ জয় এক হার এবং ৩ ড্রতে ১৯.৪২ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রোর ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে চট্টগ্রাম বিভাগ। জয়, হার এবং ড্র সমান থাকলেও ১৭.৬২ পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে আছে বরিশাল বিভাগ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball