promotional_ad

মায়াঙ্কের ভূমিকায় বাংলাদেশের কাউকে চান ডমিঙ্গো

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল একাই করেছেন ২৪৩ রান। দিনের শেষ দিকে তেড়েফুঁড়ে খেলতে না গেলে ইনিংসটা আরও বড় হতে পারতো। তবে যা করেছেন তাতেই বাংলাদেশের সামনে ইনিংস হারের শঙ্কা নিয়ে এসেছে। 


দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কেউ মায়াঙ্কের ভূমিকা নিয়ে বড় ইনিংস খেলবে বলে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। খুব কঠিন পরিস্থিতিতে থাকলেও কেউ একজন বড় কিছু করে দলকে লড়াইয়ে রাখবে বলে মনে করেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় সুযোগ দেখছেন টাইগার কোচ।



promotional_ad

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমাদের অনেকেই আছে ২০-৩০ রান করছে। আমাদের এমন কাউকে দরকার যে কিনা ১০০, ১৫০, ২০০ করবে, মায়াঙ্ক যেভাবে করেছে। কাজেই দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের জন্য অনেক বড় সুযোগ।’


স্বাগতিকরা ইতোমধ্যে ৪৯৩ রানের পাহাড় গড়েছে। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ৩৪৩ রান। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচে ফেরা খুবই দুঃসাধ্য। ইন্দোর টেস্টের দুদিনই ভারত প্রভাব বিস্তার করে খেলেছে বলে মনে করেন বাংলাদেশের কোচ।


তিনি বলেছেন, 'খুব কঠিন একটা দিন গেল। সব কৃতিত্ব ভারতের। তারা পুরোপুরি প্রভাব বিস্তার করেছে গেল দুদিনে। এখনো তিনদিন আছে। এটা খুবই কঠিন পরিস্থিতি। আবার এটাই দারুণ সুযোগ কেউ একজনকে বড় কিছু করে দেখানোর।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball