কাঠামোগত পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়ঃ ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে স্বাগতিক ভারত। বিরাট কোহলির দলের রান উৎসবে ইনিংস ব্যবধানে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। স্কোরকার্ডই দুই দলের পার্থক্য দেখিয়ে দিচ্ছে স্পষ্ট। কাঠামোগত পরিবর্তন ছাড়া টেস্টে উন্নতি সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তাঁর মতে, টেস্ট ম্যাচ জেতার মতো বোলিং ইউনিট নেই বাংলাদেশের। দলে বোলাররের সংখ্যা নিয়েও আক্ষেপ করেছেন এই কোচ। তাঁর মতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ভালো করছে কারণ যেকোনো কন্ডিশনেই তাঁরা ৫-৬ জন পেস বোলার খেলাতে পারে।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, 'টেস্ট জিততে হলে আমাদের বোলিং ইউনিট লাগবে। বাংলাদেশ যদি দেশের বাইরে ভালো করতে চায় তবে ছয় জনের উপরে বোলার লাগবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ভালো করছে কারণ যেকোনো কন্ডিশনেই তাঁরা ৫-৬ জন পেস বোলার নিতে পারে দেশে এবং দেশের বাইরে।'
এই বিষয়গুলো নিয়ে নির্বাচক এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ডমিঙ্গো। বাংলাদেশ ১১৫টি টেস্ট খেলে জিতেছে মাত্র ১৩টি ম্যাচে। টেস্টে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে দুর্বল কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টাইগারদের প্রধান কোচ।
ডমিঙ্গো বলেছেন, 'বাংলাদেশের টেস্ট রেকর্ড ভালো না। তারা ১৩টি টেস্ট জিতেছে ১১৫ ম্যাচে। এমনটা হচ্ছে লম্বা সময় ধরে। আমরা যদি সত্যিকারে দেশে এবং দেশের বাইরে ভালো টেস্ট দল হতে চাই, আমাদের কাঠামোগত পরিবর্তন আনতে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো নির্বাচক এবং অধিনায়কের সঙ্গে। আলোচনা করবো কি করা যায়।'