promotional_ad

সাকিবকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরকে সামনে রেখে রিটেইন তালিকা ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা রিটেইন করেনি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে।


সেই সঙ্গে ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুদা এবং রিকি ভুইকেও রিটেইন করেনি একবারের আইপিএল শিরোপা জয়ী দলটি। ইউসুফ পাঠান এবং রিকি ভুইয়ের বাদ পড়াটা অনেকটাই নিশ্চিত ছিল।



promotional_ad

সর্বশেষ আসরে দুইজনই দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। হুদা ১১ ম্যাচে মাত্র ৬৪ রান করেছিলেন। পাঠানের ব্যাট থেকে এসেছিল মাত্র ৪০ রান। গাপটিল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। 


এ ছাড়া গাপটিলের আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে তাঁকে ধরে রাখেনি হায়দরাবাদ। সাকিব হায়দরাবাদে যোগ দেয়ার পর থেকেই অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন। 


সম্প্রতি ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। এর ফলে তাকেও ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। এর আগে নিষেধাজ্ঞায় থাকলেও ডেভিড ওয়ার্নারকে রেখে দিয়েছিল দলটি। তবে সাকিবকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।



হায়দরাবাদের রিটেইন তালিকাঃ কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনিষ পান্ডে, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবি, অভিষেক শর্মা, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীভাতস গোস্বামী, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দিপ শর্মা, সিদ্ধার্থ কউল, শাহবাজ নাদিম, বিলি স্ট্যানলেক, বাসিল থাম্পি এবং টি নটরাজন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball