promotional_ad

অধিনায়ক মাহমুদউল্লাহর প্রশংসায় মুশফিক

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত সফরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বের প্রশংসা করেছেন মুশফিকুর রহিম। তাঁর মতে, সঠিক সময়ে সঠিক বোলার ব্যবহার করেছেন মাহমুদউল্লাহ। যা ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে।


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছোট বাউন্ডারির মাঠে আটজন বোলারকে আক্রমণে এনেছেন মাহমুদউল্লাহ। ব্যাটসম্যান বুঝে বোলার কাজে লাগিয়েছেন তিনি। কখনও আফিফ হোসেন, কখনও আমিনুল ইসলাম বিপ্লব। আবার মাঝেমধ্যে আক্রমণে ঢুকে পড়ছেন সৌম্য। বল হাতে এক ওভার করেছেন বাংলাদেশের দলপতিও। এমন পরিকল্পনায় সফল হয়েছেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৮ রানে ভারতকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ।



promotional_ad

মাহমুদউল্লাহর বুদ্ধিদীপ্ত নেতৃত্বের প্রশংসা করে ম্যাচ শেষে মুশফিক বলেন, 'রিয়াদ ভাই (রবিবার) অসাধারণ অধিনায়কত্ব করেছে। যেভাবে দরকার ছিল। যে স্পিনাররা কার্যকরী হবে। ওভাবেই বোলারদের ব্যবহার করেছে।'


অধিনায়কের দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেখা গেছে মাহমুদউল্লাহকে। তরুণ লেগ স্পিনার বিপ্লবও করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহর প্রশংসা। 


বিপ্লবকে সাহস দিতে দেখা গেছে তাঁকে। বাড়তি কিছু না করে জায়গায় বল করে যাওয়ায় পরামর্শ এই তরুণকে দিয়েছেন তিনি। বিপ্লবের ভাষায়, 'রিয়াদ ভাই আমাকে কেবল জায়গায় বোলিং করতে বলেছেন। আমিও বুঝেছিলাম, ঠিক জায়গায় বোলিং করলে কাজ হবে।'



ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের অধরা স্বপ্ন মাহমুদউল্লাহর হাত ধরেই পূরণ হয়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রোহিত শর্মার দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball