জায়গায় বল করে আবারো সফল বিপ্লব

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সঠিক জায়গায় বল করে আবারো সফল বাংলাদেশের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আরও একবার নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। ব্যাটসম্যান বুঝে জায়গামতো বোলিং করে সফল হয়েছেন তরুণ এই লেগ স্পিনার।
জায়গায় বল করাই প্রধান অস্ত্র, কিছুদিন আগে বলেছিলেন বিপ্লব নিজেই। তাঁর কোচ সোহেল ইসলামও বলেছিলেন একই কথা। সঠিক জায়গায় বল করতে পারায় পারদর্শী হলেই অন্যকিছু চেষ্টা করা সম্ভব, জানিয়েছিলেন সোহেল।
বলে তেমন কোনো বৈচিত্র্য না থাকলেও ত্রিদেশীয় সিরিজে অভিষেকে জায়গায় বল করে ২ উইকেট নেন বিপ্লব। ভারত সিরিজের প্রথম ম্যাচেও একই কৌশল কাজ লাগিয়ে তুলে নেন ২ উইকেট। দিল্লিতে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান বিপ্লব। তিন ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচা করেছেন তিনি।

বেশি কিছু চেষ্টা না করে নিজের সহজ পরিকল্পনা কাজে লাগে সফল হয়েছেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মাথা বুঝে সঠিক জায়গায় বল করেছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে এই পরামর্শই পেয়েছেন তিনি।
সোমবার (৪ নভেম্বর) সাংবাদিকদের এই তরুণ বলেন, 'ব্যাটসম্যান ভেবে বোলিং করেছিলাম। কোন জায়গায় খেলতে চাচ্ছে এর বিপরীতে বোলিং করা। ভালো জায়গায় বোলিং করা। এটাই পরিকল্পনা ছিল। রিয়াদ ভাই আমাকে কেবল জায়গায় বোলিং করতে বলেছেন। আমিও বুঝেছিলাম, ঠিক জায়গায় বোলিং করলে কাজ হবে।'
ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের দলের বিপক্ষে ভালো বোলিং করতে পেরে সন্তুষ্ট বিপ্লব। নিজেকে আরও পরিণত করতে চান তিনি। সেরা পারফরম্যান্স দিয়ে সুযোগগুলো কাজে লাগাতে মরিয়া এই লেগ স্পিনার।
স্পিন কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটরির সুনজরে আছেন বিপ্লব। প্রস্তুতি ক্যাম্পে বিপ্লবকে নিয়ে বেশি কাজ করতে দেখা গেছে তাঁকে। ভারত সফরের আগে ঘরে খেলা প্রস্তুতি ম্যাচে আম্পায়ারের সঙ্গে দাঁড়িয়ে থেকে বিপ্লবকে বোলিং পরামর্শ দিয়েছেন ভেটরি।
এই সুযোগ কাজে লাগাতে চান বিপ্লবও। লেগ স্পিনার হিসেবে আরও পরিণত হতে ভেটরির সঙ্গে আরও কাজ করার কথা জানিয়েছেন তিনি। নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়াই এই তরুণের লক্ষ্য।
'ভালো দলের বিপক্ষে এই চ্যালেঞ্জ সব সময়ই থাকে। আমার কোচ আছেন। তার সঙ্গে কথা বলবো, কীভাবে করলে আরও ভালো কিছু করা যায়। ওইভাবে এগোনোর চেষ্টা করবো।' বলেছেন তিনি।