বাংলাদেশের ক্রিকেটে এটা অনেক বড় মুহূর্তঃ মুশফিক

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে প্রথমবারের মতো হারানো বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় মুহূর্ত। দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখা মুশফিকুর রহিম এমনই মনে করছেন।
এখন পর্যন্ত সীমিত ওভারের এই ফরম্যাটে ৯বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নবমবারের দেখায় দলটির বিপক্ষে প্রথম জয় তুলে নেয় সফরকারীরা।

ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয়ার পথে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলা মুশফিক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় মুহূর্ত। কারণ আমরা এখন পর্যন্ত তাদের (ভারত) বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে জিততে পারিনি।’
দিল্লির স্বল্প বাউন্ডারির মাঠে ভারতকে হাতের নাগালে রাখতে সক্ষম হন শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেনরা। শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলাদেশি বোলাররা।
মুশফিক মনে করছেন, ভারতকে ১৪৮ রানে দমিয়ে রেখে জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। বিশেষ করে তরুণ লেগ স্পিনার বিপ্লব ৩ ওভার হাত ঘুরিয়ে ২২ রানে নেন দুই উইকেট। ডানহাতি স্পিনার আফিফ ৩ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
দলের জয়ে তরুণদের অবদানে সন্তুষ্ট ম্যাচ সেরা মুশফিক, ‘আমাদের দলে কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই অবশ্য। কিন্তু আমি বলব, তরুণ ক্রিকেটাররা বিশেষ করে বোলাররা এমন উইকেটে যেভাবে ভারতের বিপক্ষে বোলিং করেছে; এটা অসাধারণ। আমি মনে করি বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছে।’