promotional_ad

শুরু থেকেই চাপে রেখেছিল বাংলাদেশঃ রোহিত

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, ম্যাচ জয়ের সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। কারণ ম্যাচের শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিং দিয়ে স্বাগতিকদের নাগালেই বেঁধে রেখেছিল সফরকারী দল।


ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে প্রথম ওভারেই বিধ্বংসী ওপেনার রোহিতের উইকেট তুলে নেন শফিউল ইসলাম। এরপর লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, শিভাম দুবেদের বড় ইনিংস খেলার সুযোগ দেননি আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেনরা।



promotional_ad

বাংলাদেশি বোলারদের আঁটসাঁট বোলিংয়ে ১৪৮ রানে থামে ভারতের ইনিংস। রোহিতের চোখে এখানেই এগিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল, 'বাংলাদেশের কৃতিত্ব না দিয়ে পারছি না। তারা আমাদের প্রথম থেকেই চাপে রেখেছে, যখন আমরা ব্যাটিং করছিলাম।'


শেষ পর্যন্ত মুশফিকুর রহিম, সৌম্য সরকার, নাঈম শেখের ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম জয় পায় বাংলাদেশ। সাত উইকেটের এই জয়ে অপরাজিত ৬০ রান করেন মুশফিক, ৩৯ রানের ইনিংস খেলেন সৌম্য, অভিষেক হওয়া ওপেনার নাঈম করেন ২৬ রান।


যদিও ম্যাচটিতে বেশ কিছু ভুলের কারণে হারতে হয়েছে ভারতকে, মনে করছেন রোহিত। ভুল রিভিউ নেয়া এবং মুশফিকের ক্যাচ ছাড়া; এসব ভুলগুলো ডুবিয়েছে স্বাগতিকদের।



ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, 'লড়াই করা মতো লক্ষ্য ছিল। জেতাও সম্ভব ছিল। কিন্তু আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ছেলেরা এখনও অনভিজ্ঞ এবং আমার বিশ্বাস তারা এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং পরবর্তীতে না করার চেষ্টা করবে।'


আট ম্যাচ পর ভারতের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে দলটি। আগামী ৭ এবং ১০ নভেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজকোট এবং নাগপুরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball