এতোটা দীর্ঘ পথের কথা চিন্তাই করেননি রাজ্জাক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বল হাতে পথটা এতোটা দীর্ঘ হবে, ভাবেননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন, এটা কখনও চিন্তাও করেননি বলে জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনার। তবে এই কীর্তিতে আগে পৌঁছাতে পেরে সন্তুষ্ট জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেয়া একমাত্র বাংলাদেশি বোলারও রাজ্জাক। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এনামুল হক জুনিয়রের, ৪৭৭ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। রাজ্জাক মনে করেন, খুব কম সংখ্যাক বোলারই আছেন, যারা এই রেকর্ডে নাম লেখাতে পারবেন।

কেউ তাঁর রেকর্ডে ভাগ বসালেও সবার আগে মাইলফলক ছোঁয়ায় উৎফুল্ল রাজ্জাক, ‘সত্যিকার অর্থে আমি কখনও চিন্তা করিনি আগে। ৫০০-৬০০, আসলে আমি যেটা বললাম, উইকেট হিসেব করলে অনেক বড় ব্যাপার বাংলাদেশের জন্য। কারণ আমাদের দেশে ২০০-৩০০ থেকেই শুরু করেন, দেখবেন ওই সংখ্যায় খুব বেশি বোলার নেই। অবশ্যই আমি যেটা করেছি, এটার চেয়ে আরও বেশি করবে। কিন্তু আমার দ্বারা প্রথম হচ্ছে এটা, আমি অনেক বেশি ভালো অনুভব করছি।’
কোথায় গিয়ে থামবেন, জানা নেই রাজ্জাকের। ফিট থাকলে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান বাঁহাতি এই স্পিনার। শনিবার মিরপুরে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন শেষে রাজ্জাক বলেন, ‘আমি বলতে পারব না আসলে কোন পর্যায়ে থাকতে চাই কিংবা থাকতে পারব। কখন শেষ হবে এটাও আমি জানি না। খেলব যতক্ষণ ভালো লাগে। আগেই বলেছি যে ফিটনেস যতক্ষণ ঠিক থাকবে আর মন থেকে যতক্ষণ চাইবে ততক্ষণ চেষ্টা করব খেলার।’
প্রথম বাংলাদেশি হিসেবে ৬০০ মাইলফলক থেকে ৬ উইকেট পিছিয়ে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রাজ্জাক। ম্যাচের প্রথম ইনিংসেই রংপুর বিভাগের বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখান খুলনা বিভাগের অভিজ্ঞ এই ক্রিকেটার।