সাকিব-তামিমবিহীন বাংলাদেশেও ভয় রোহিতের

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ যে অপেক্ষাকৃত দুর্বল দল, সেটা বলাই বাহুল্য। তবুও বাংলাদেশকে সমীহ করছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মা। তাঁর মতে, সাকিব-তামিমবিহীন বাংলাদেশও যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।
ব্যক্তিগত কারণে ভারত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম। আইসিসির নিষেধাজ্ঞায় ভারত সফরে যাওয়া হয়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো বাংলাদেশ দলের সামর্থ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই রোহিত শর্মার।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি জানি তাদের দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। কিন্তু তাদের স্কোয়াডে এখনও মানসম্মত ক্রিকেটার আছে। তারা যেকোনো দলকে হারাতে সক্ষম।’
সাকিব-তামিমকে ছাড়াও যে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করতে পারে, ২০১৮ সালের এশিয়া কাপেই সেটার প্রমাণ পেয়েছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে ভারতের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সাকিব-তামিমবিহীন বাংলাদেশ।
ভারতের অভিজ্ঞ ওপেনারের ভাষায়, ‘বাংলাদেশ খুবই ভালো একটি দল। আমরা দেখেছি তারা কীভাবে প্রতিযোগিতা করে। ঘরে এবং ঘরের বাইরে তারা অসাধারণ। তারা সব সময় আমাদের চাপে রাখে, আমরা তাদের অন্যভাবে কখনও দেখি না।’
৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।