দিল্লির বায়ু দূষণে ভীত অশ্বিন

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের দিল্লি পরিণত হয়েছে দূষিত গ্যাস চেম্বারে। যা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, দিল্লির বায়ুর গুণমান এতোটাই নিচে নেমেছে, যা রীতিমতো ভীতিকর।
এমন দূষিত পরিবেশে বাংলাদেশ-ভারত খেলতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ব্যক্তিগত টুইটারের পাতায় অশ্বিন লিখেছেন, ‘দিল্লির বায়ুর গুণমান সত্যিই ভীতিজনক। শ্বাস-প্রশ্বাসের জন্য মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এটি। তাই এটি খুবই জরুরি।’
দূষিত দিল্লিতে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি করেছিলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। ম্যাচ আয়োজনের আগে দিল্লির পরিবেশ নিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
ভারতীয় সাবেক এই ক্রিকেটার বলেন, ‘দিল্লিতে ক্রিকেট বা অন্য কোনো ম্যাচ আয়োজনের চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে পরিবেশ দূষণ। আমার মনে হয়, দিল্লিতে বসবাসরত মানুষদের ক্রিকেট ম্যাচ নিয়ে ভাবার চেয়ে পরিবেশ দূষণ নিয়ে বেশি চিন্তা করা উচিত।’
দিওয়ালির পর দিল্লির বায়ুতে ধোঁয়ার পরিমাণ বেড়ে গেছে। দিনে-দুপুরে চারপাশের পরিবেশ মনে হয় কুয়াশায় ঢাকা। এমন দূষিত পরিবেশ থেকে বাচ্চাদের রক্ষা করতে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।