promotional_ad

ফ্লাড লাইটের আলোয় ম্যাচ নিয়ে সন্দিহান ডমিঙ্গো

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লির বায়ুতে ধোঁয়ার মাত্রা এতোটাই বেশি যে দেখে মনে হয় প্রচণ্ড শীতের কুয়াশাছন্ন সকাল। এমন কন্ডিশনেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্বভাবতই ফ্লাড লাইটের আলোয় খেলবে দুই দল। কিন্তু দিল্লির এমন ধোঁয়াটে আবহাওয়ায় ফ্লাড লাইটের আলো নিয়ে সন্দিহান বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


দিনের আলোয় যেখানে সবকিছু আবছা সেখানে ফ্লাড লাইটের আলোয় কেমন হবে ম্যাচ, তা নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশের কোচ। তবে আসন্ন দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস বলছে, শিগগিরই উন্নতি হবে সেখানকার পরিবেশ। যা কিছুটা আশ্বস্ত করছে তাঁকে।


শুক্রবার (১ নভেম্ভর) প্রোটিয়া এই কোচ বলেছেন, 'এখানে এমনই, আপনাকে এর সাথে মানিয়ে নিতে হবে। ম্যাচের দুই-একদিন আগে ভেন্যু পরিবর্তন করা খুবই কঠিন। আমরা অভিযোগ করছি না, তবে জানি না কেমন হবে যখন লাইটের আলোয় খেলতে হবে। আসন্ন দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস দেখছি আমরা, সেখানে ভালো সংকেত পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য বাড়তি পাওয়া।' 



promotional_ad

দিল্লিতে দুই দিনের অনুশীলন শেষ করেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের অনুশীলনের সময় স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি এবং প্রধান কোচ ডমিঙ্গোকে দেখা গেছে মুখোশ পরিহিত অবস্থায়। এমনকি ক্রিকেটারদের অনেকেই মুখোশ পরে অনুশীলন করেছেন।


২০১৭ সালে ভারত সফরে আসা শ্রীলঙ্কা দলও দিল্লিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে মুখোশ পরেছিল। তবে বাংলাদেশের ক্রিকেটাররা খুব ভালোভাবেই মানিয়ে নেয়ার চেষ্টা করছে এই পরিবেশের সঙ্গে, জানিয়েছেন ডমিঙ্গো।


তেমন সমস্যা না হলেও চোখ এবং গলায় যন্ত্রণার কথা উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান কোচ। তবু এই মুহূর্তে নিজেদের কাজ করে যাওয়া ছাড়া কিছু করার নেই তাঁদের, মনে করেন ডমিঙ্গো।


তাঁর ভাষায়, 'আমরা জানি শেষবার শ্রীলঙ্কাও এই দূষণের সঙ্গে লড়েছে। বাংলাদেশের বায়ুও কিছুটা দূষিত। তাই খুব সমস্যা হওয়ার কথা না। ছেলেরা এটার সঙ্গে ভালভাবেই মানিয়ে নিচ্ছে। আমাদের কাজ করে যেতে হবে। আমি চিকিৎসক নই, আমি শুধুমাত্র একজন কোচ। কিন্তু আপনার গলা এবং চোখে যন্ত্রণা হওয়া ভালো কিছু নয়।'



আগামী ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball