কলকাতা টেস্টে পরীক্ষা দিতে হবে বোলারদেরঃ শচিন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলারদের কঠিন পরীক্ষায় ফেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে যাওয়া দিবা-রাত্রির টেস্ট ম্যাচ, মনে করছেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্ট।
দিবা-রাত্রির ম্যাচ হওয়ার কারণে শিশিরের বিপক্ষে লড়াই করতে হবে দুই দলের ক্রিকেটারদের। বিশেষ করে ভেজা কন্ডিশন বোলারদের অনেক বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে, মনে করেন শচিন।

ভেজা মাঠের কারণে অল্প সময়ের মধ্যেই মান হারাবে বল। পেসার কিংবা স্পিনার কেউই ঠিকমতো বল ধরতে পারবেন না। যা বোলারদের অসুবিধায় ফেলবে প্রতিনিয়ত। তবে শিশির প্রভাব না ফেললে দারুণ একটি টেস্ট ম্যাচের প্রত্যাশা করছেন ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যান।
শচিনের ভাষায়, 'যতক্ষণ পর্যন্ত না শিশির প্রভাবিত করছে খেলাকে, ততক্ষণ এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু শিশির যদি ফ্যাক্টর হয়ে ওঠে তবে পেসার ও স্পিনারদের কাছে ব্যাপারটা চ্যালেঞ্জের হয়ে উঠবে।'
'কারণ, বল একবার ভিজে গেলে, পেসার-স্পিনারদের বিশেষ কিছু করার থাকে না। সে দিক থেকে ধরলে বোলারদের কাছে এই টেস্ট কঠিন ??রীক্ষার হতে পারে। কিন্তু যদি শিশির না পড়ে, তা হলে এটা দারুণ ব্যাপার।' যোগ করেন তিনি।
দিবা-রাত্রির টেস্টের জন্য ইতোমধ্যে ৭২টি এসজি গোলাপি বল অর্ডার করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বাংলাদেশ এবং ভারতের মতো দিবা-রাত্রির টেস্টে অভিষেক হচ্ছে এসজি গোলাপি বলেরও। কতটা মান সম্মত হবে এসজি বলে এটাই দেখার বিষয়।
কারণ এসজি বলের মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। কোকাবুরা কিংবা ডিউকসের তুলনায় নিম্নমানের বল এসজি। খুব দ্রুতই নরম হয়ে যায় বিধায় বোলারদের সমস্যায় পড়তে হয়। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও পরামর্শ দিয়েছিলেন বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটে ডিউকস বল ব্যবহার করার। অথচ ঘরের মাঠেই এসজি বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ভারত।