promotional_ad

বাংলাদেশ এক ম্যাচ জিতবে, লক্ষ্মণের ভবিষ্যদ্বাণী

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিতে বাংলাদেশের জেতার সম্ভাবনা দেখছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের সিরিজ জেতার সম্ভাবনা থাকলেও কঠিন লড়াই হবে বলে বিশ্বাস ভারতীয় সাবেক এই তারকা ব্যাটসম্যানের।


এখন পর্যন্ত ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচও জেতেনি বাংলাদেশ দল। ২০০৯ সাল থেকে ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যদিও বিগত ফলাফলে ভরসা রাখতে নারাজ লক্ষ্মণ।



promotional_ad

সাকিব আল হাসান, তামিম ইকবাল না থাকলেও বর্তমান বাংলাদেশ দলকে কম শক্তিশালী ভাবছেন না তিনি। তবে সিরিজটি শক্তিশালী ব্যাটিং লাইন আপের কারণে জিতবে ভারত, ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক এই ক্রিকেটার।


তাঁর ভাষায়, ‘এই সিরিজ ভারতের জন্য খুবই কঠিন হতে চলেছে। শক্তিশালী দল নিয়ে খেলতে এসেছে বাংলাদেশ। তবে আমার মনে হয়, ভারত সিরিজ জিতবে ২-১ ফলাফলে। রোহিত ও রাহুল এখন দারুণ ফর্মে রয়েছে। শিখর ধাওয়ান নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ব্যাটিং শক্তির জন্যই ভারত সিরিজ জিতবে বলে মনে করি।'


টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানকেই বাংলাদেশের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে হবে বলে মনে করছেন লক্ষ্মণ। বাংলাদেশ দলকে শক্তিশালী ভাবলেও দলের বোলিং বিভাগকে অনভিজ্ঞ বলেছেন তিনি। 



‘সিরিজে মুস্তাফিজের ওপরই চাপ পড়বে। ওদের স্পিন বোলারদের থেকে ফাস্ট বোলারদেরই অনভিজ্ঞ দেখাচ্ছে। নতুন বলে মুস্তাফিজকেই উইকেট তুলতে হবে।’ যোগ করেন তিনি।


৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে দিল্লিতে পৌঁছে গেছে সফরকারী দল এবং সেখানে নিজেদের প্রথম দিনের অনুশীলনও সেরেছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball