বিসিবির শিকলে বন্দী ক্রিকেটাররা!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটারদের ইচ্ছার বিরুদ্ধেও তাদের আটকে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এমন দাবি করছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর মতে, ক্রিকেটারদের দমিয়ে না রেখে স্বাধীনতা দেয়া উচিত।
দেশি ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত অনেকটাই চাপিয়ে দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও ক্রিকেটাররা অনেক কিছু করতে পারেন না বলে মনে করেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের মতে, বিসিবি ক্রিকেটারদের বৈষম্যের চোখে দেখে।

এমন প্রক্রিয়ার পক্ষপাতি নন দেশসেরা এই ক্রিকেটার। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘আমি যেটা অনুভব করি, এখানে দেশি ক্রিকেটারদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়। যা খুবই খারাপ। আমার মনে হয় সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। যে ক্রিকেটার যেটা প্রাপ্য মনে করে তাকে সেটার জন্য ছেড়ে দেয়া উচিত। ক্রিকেটারদের আটকে রাখা কোনোভাবেই ঠিক নয়।’
এ বছরও ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ায়নি বিসিবি। ৩০-৪০ হাজার টাকার মধ্যেই রয়েছে ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি। উল্টো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বঙ্গবন্ধু বিপিএলেও ক্রিকেটারদের পারিশ্রমিক কমতে পারে।
একই জায়গায় আটকে থাকা স্বল্প পারিশ্রমিক সকলের জন্যই হতাশাজনক বলে মনে করেন সাকিব। বাঁহাতি তারকা এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই হতাশাজনক। বাংলাদেশের বর্তমান জীবনযাত্রায় চলতে গেলে এই টাকা একজন ক্রিকেটারের জন্য অতি নগণ্য। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে।’
‘যে যেখানে চাকরি করে, প্রতি বছরই বেতন বাড়ে। আমাদের এখানে সব একই জায়গায় থাকে, পারলে আরও কমানো হয়। বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ এর উৎকৃষ্ট উদাহরণ।’ যোগ করেন সাকিব।
ক্রিকেটের উন্নতি এবং ক্রিকেটারদের উন্নতির স্বার্থে বিসিবিকে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন সাকিব। ক্রিকেটারদের প্রাপ্য সুযোগ-সুবিধার দাবি করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।