নাঈমের ২৭তম সেঞ্চুরি

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে আট উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করছে রংপুর বিভাগ।
নাঈমের ২৭তম সেঞ্চুরিঃ
লম্বা সময় ধরে ব্যাটিং করে প্রথম শ্রেণীর ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রংপুরের অভিজ্ঞ অলরাউন্ডার নাঈম ইসলাম।

ফিরে গেলেন লিটন, ব্যর্থ নাসিরঃ
আগের দিন দ্রুত দুই উইকেট হারানোর পর নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন লিটন দাস। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ বিকেলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। তৃতীয় দিন কাঙ্খিত সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।
সেঞ্চুরি করে সুমন খানের বলে ফিরে গিয়েছেন তিনি। লিটনের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চারের মার।
অবশ্য লিটন ফেরার পর ফিরে যান রংপুরের অধিনায়ক নাসির হোসেনও (১)। সুমন খানের বলে ফিরে যান তিনি। এরপর থিতু হতে পারেননি আরিফুল হকও (১৭)।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ৫৫৬/৮ ডিক্লেয়ার (১৬০ ওভার)
(সাইফ ২২০*, নাদিফ ৬১; সঞ্জিত ৩/৮৯)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২৮৯/৫ (৮৮.৫ ওভার)
(নাঈম ১০১*, তানবির ৩২*)
ঢাকা বিভাগ একাদশঃ- আব্দুল মজিদ, রনি তালুকদার, সাইফ হাসান, শুভাগত হোম, রকিবুল হাসান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, জয়রাজ শেখ (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, সুমন খান ও নাদিফ চৌধুরী (অধিনায়ক)।
রংপুর বিভাগ একাদশঃ- আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন (অধিনায়ক), তানবির হায়দার, সোহরাওয়ার্দি শুভ, সাজেদুল ইসলাম, সঞ্জিত সাহা, রবিউল হক, হামিদুল ইসলাম ও লিটন দাস (উইকেটরক্ষক)।