নাঈম-আফ্রিদিতে কুপোকাত আশরাফুলের বরিশাল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগকে তাদের প্রথম ইনিংসে ২১৬ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। প্রথম ইনিংসে চট্টগ্রাম করে ৩৫৬ রান।
তৃতীয় দিনে চার উইকেটে ১০৪ রান নিয়ে খেলতে নেমেছিল বরিশাল। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল এবং মোসাদ্দেক হোসেন সৈকত কেউই এদিন সুবিধা করতে পারেননি।
মাত্র ২১ রান করে মেহেদী হাসান রানার বলে লেগ বিফোর উইকেটের শিকার হন আশরাফুল। মোসাদ্দেক ফিরে যান ৪ রান করে। শেষদিকে নুরুজ্জামানের ৬০ রানের ইনিংসে মান বাঁচে আশরাফুলদের। এ ছাড়া আগের দিন ৪৯ রান এসেছে ওপেনার রাফসান আল মাহমুদের ব্যাটে।

চট্টগ্রামের হয়ে চারটি উইকেট শিকার করেন নাঈম হাসান। দুটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান রানা, নোমান চৌধুরী এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ৩৫৬/১০ (১৩৪.৩ ওভার)
(অংকন ৯১, ইয়াসির ৭০; মনির ৪/৯৯)
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ২১৬/১০ (৮২.৩ ওভার)
(নুরুজ্জামান ৬০, রাফসান ৪৯; নাঈম ৪/৬২)
চট্টগ্রাম বিভাগ একাদশঃ- পিনাক ঘোষ, ইরফান শুক্কুর, মুমিনুল হক (অধিনায়ক), তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), মাসুম খান, নোমান চৌধুরী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাঈম হাসান, ইয়াসির আলী ও মেহেদী হাসান রানা।
বরিশাল বিভাগ একাদশঃ- শাহরিয়ার নাফিস, রাফসান আল মাহমুদ, কামরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজি, ফজলে রাব্বি (অধিনায়ক), মনির হোসেন, নুরুজ্জামান, মোসাদ্দেক হোসেন, শামসুল ইসলাম (উইকেটরক্ষক) ও তানভির ইসলাম।