তাসকিনের খবর জানতে চাইলেন গাঙ্গুলি!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের খোঁজ-খবর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইনজুরিতে থাকা তাসকিনের বর্তমানে অবস্থা জানতে চেয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট গাঙ্গুলি। এ বিষয়ে তাঁর সাথে বাংলাদেশি গণমাধ্যমগুলো কথা বলতে গেলে নিজের সমসাময়িক বিষয়ের সঙ্গে ডানহাতি পেসার তাসকিনের ব্যাপারে জানতে চান তিনি।

গাঙ্গুলি বলেন, 'তোমাদের ওই ছেলেটা কোথায়। যে ডান হাতে জোরে বল করে। ওহ ওর নাম তাসকিন। কিছুদিন আগে শুনলাম সে নাকি ইনজুরিতে আছে। এখন কেমন তার অবস্থা।'
দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে সবাইকে নিজের সামর্থ্য দেখিয়েছিলেন ডানহাতি এই পেসার। এ ছাড়া ভারতের সাথে তিনি যখনই খেলেছেন তখনই সাফল্য পেয়েছেন।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে ইনজুরিতে পড়েন তাসকিন। ২০১৮ সালে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরলেও ফর্মহীনতায় বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তাঁর।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজেও ডাক পান তাসকিন। কিন্তু একাদশে জায়গা হয়নি তাঁর। বর্তমানে ইনজুরির সঙ্গে লড়ছেন ২৪ বছর বয়সী এই পেসার।
নভেম্বরে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদশ। ইতোমধ্যে ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি তাসকিনের। টেস্ট সিরিজের দল ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে তাসকিনকে।