promotional_ad

বিসিবিতে সংস্কার কাজ চালাচ্ছেন পাপন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লোকমান হোসেন ভূঁইয়ার গ্রেফতারের পর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই ঘটনার পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ভাবমূর্তি কমেছে অনেক। যে কারণে বিসিবির কিছু কমিটিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


যারই অংশ হিসেবে বিসিবির ফ্যাসিলিটি বিভাগের দায়িত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে ক্যাসিনো কান্ডে বিতর্কিত লোকমানকে। এই জায়গায় নতুন একজনকে চাইছেন পাপন।



promotional_ad

ইতোমধ্যে ফ্যাসিলিটি বিভাগের দায়িত্ব নিতে প্রস্তাবও পেয়েছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট চেয়ারম্যান তানজিল চৌধুরী। বিসিবি সভাপতি পাপন খোদ তানজিলকে এই প্রস্তাব দেন। সমকালকে বিষয়টি জানিয়েছেন তানজিল নিজেই। পাপনের প্রস্তাবে সায় দিয়েছেন তিনি।


আগেও বিসিবির ফ্যাসিলিটি বিভাগের দায়িত্বে থাকা তানজিল বলেন, 'বিসিবিকে আরও গতিশীল করতে চাইছেন সভাপতি। কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি। আমাকে ফ্যাসিলিটি বিভাগের দায়িত্ব নিতে স্বয়ং উনি বলেছেন। আমিও ফ্যাসিলিটি বিভাগের দায়িত্ব নিতে রাজি হয়েছি।'


মোহামেডান ক্লাবে ক্যাসিনো চালানোর দায়ে গ্রেফতার হয়ে কারাগারে আছেন বিসিবি পরিচালক লোকমান। যে কারণে ফ্যাসিলিটি বিভাগের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি।



এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকায়ও আছে লোকমানের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের পদও হারাতে পারেন তিনি।


পাপনের ঘনিষ্ঠ বন্ধু লোকমান, এতে আঙুল উঠতে পারে ক্রিকেট বোর্ডের দিকেও। বিসিবির ভাবমুর্তি ফিরিয়ে আনতে বেশ কিছু কমিটি পুনর্গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানা যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball