ড্রয়ে শেষ তামিম-মাহমুদউল্লাহদের ম্যাচ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। চতুর্থ দিন ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ফলাফল ড্র ঘোষণা করেন আম্পায়াররা। ড্র হলেও ৩ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম। ঢাকা মেট্রো পেয়েছে ২.৯৯ পয়েন্ট।
এর আগে চতুর্থ দিন প্রথম সেশনে ব্যাটিং করতে নামে ঢাকা মেট্রো। ৭ উইকেটে ৩৪৯ রান রান নিয়ে খেলতে নামা মেট্রো স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই অল আউট হয়।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন জাহিদ হোসেন। ৮৩ রান আসে শহিদুল ইসলামের ব্যাট থেকে। চট্টগ্রামের পক্ষে ৩ উইকেট নেন লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। ২টি করে উইকেট নেন নোমান চৌধুরী এবং মেহেদী হাসান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা দুই ওপেনার তামিম ইকবাল এবং পিনাক ঘোষের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ১০০ রান যোগ করার পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন পিনাক।
৫২ রান করে মাহমুদউল্লাহ রিয়াদের বলে এলডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন এই ওপেনার। এরপরের বলে চট্টগ্রাম অধিনায়ক মমিনুল হককে স্লিপে ০ রানে বিদায় করেন মাহমুদউল্লাহ। দ্রুত দুই উইকেট হারানো চট্টগ্রামকে আরও বিপদে ফেলেন তিনি।

হাফ সেঞ্চুরির পথে থাকা আরেক ওপেনার তামিম ইকবালকেও এলবিডব্লউর ফাঁদে ফেলেন রিয়াদ। ১১২ বলে ৪৬ রান করেন তিনি। এর আগের ইনিংসেও রিয়াদের বলে সাজঘরে ফিরেছিলেন তামিম।
চট্টগ্রাম শিবিরে চতুর্থ ধাক্কা দেন আরাফাত সানি। মাহিদুল ইসলাম অঙ্কনকে সাজঘরে পাঠান এই স্পিনার। ৬ রানের মধ্যে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসা চট্টগ্রামের হাল ধরেন তাসামুল হক এবং মাসুম খান।
১১৫ রান যোগ করেন এই দুজন। চট্টগ্রাম ২২৩ রান তোলার পর আম্পায়াররা ম্যাচের ফলাফল ড্র ঘোষণা করেন। তাসামুল ৫৩ রানে অপরাজিত থাকেন।
৭৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম। সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন মাসুম। ১৩ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মাহমুদউল্লাহ।
এর আগে প্রথম ইনিংসে ২৯০ রানে অল আউট হয় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন তাসামুল হক। সেই ইনিংসে মেট্রোর হয়ে ৮৭ রান দিয়ে ৬ উইকেট নেন আরাফাত সানি। b
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ১২২.৫ ওভারে ২৯০/১০ (তাসামুল ৯০, সাদিকুর ৫১; মাহমুদউল্লাহ ৩/৫৫)।
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ১২৬.৪ ওভারে ৩৫৪/১০ (শহিদুল ৮৩*, জাবিদ ৮৫*; আফ্রিদি ৩/১০৩)।
চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৭৬ ওভারে ২২৭/৫ (মাসুম ৬১*; মাহমুদউল্লাহ ৩/২৫)।
ম্যাচ সেরাঃ মাহমুদউল্লাহ রিয়াদ