ডাবল সেঞ্চুরির খুব কাছে ইমরুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২২৭/১০ (১০০.১ ওভার) (তানবির ৬৪, শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৪৪১/৯ (১৩৬.৪ ওভার) (ইমরুল ১৯১*, আল-আমিন ০*; শুভ ৩/৬২)
ডাবল সেঞ্চুরির পথে ইমরুলঃ
এবারের জাতীয় লিগে প্রথম ডাবল সেঞ্চুরির খুব কাছে রয়েছেন খুলনার ওপেনার ইমরুল কায়েস। ৪১২ রানের সময় নয় নম্বর উইকেট পতনের পরে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন তিনি। ক্রিজে ১৯১ রানে অপরাজিত আছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
রুবেলের বিদায়ঃ
দলীয় ৪১২ রানের মাথায় রুবেল হোসেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান সোহরাওয়ার্দি শুভ। এরই সঙ্গে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তিনি। ২ রান করে রুবেলের বিদায়ে অলআউটের শঙ্কায় পড়ে খুলনা বিভাগ।

ইমরুলের সেঞ্চুরিঃ
লাঞ্চের পর দ্রুত দুইটি উইকেট হারালেও খুলনার ত্রাণকর্তা হিসেবে এখনও ক্রিজে আছেন ইমরুল কায়েস। জাতীয় দলের এই ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করে তুলে নিয়েছেন এবারের এনসিএলে নিজের প্রথম সেঞ্চুরি।
রাজ্জাকের বিদায়ঃ
দলীয় ৩২৮ রানের মাথায় আব্দুর রাজ্জাককে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সোহরাওয়ার্দি শুভ। ৭ রান করে আলাউদ্দিন বাবুর হাতে ক্যাচ দিয়ে আউট হন খুলনার অধিনায়ক রাজ্জাক।
লাঞ্চের পর মইনুলের বিদায়ঃ
লাঞ্চ বিরতি থেকে ফেরার পরই সপ্তম উইকেটের পতন ঘটেছে খুলনার। দলীয় ৩১১ রানের মাথায় সাজেদুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান মইনুল ইসলামকে সাজঘরে পাঠান রংপুরের সোহরাওয়ার্দি শুভ।
সেঞ্চুরির পথে ইমরুলঃ
এক প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় পুঁজির পথে নিয়ে যাচ্ছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। এরই মধ্যে সেঞ্চুরির পথে অনেকটা এগিয়ে গেছেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৮০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। লাঞ্চের আগে ৭৪ রানের লিড পায় খুলনা বিভাগ।
ষষ্ঠ উইকেটের পতনঃ
বেশিক্ষণ টিকতে পারেননি নতুন ক্রিজে আসা নাহিদুল ইসলামও। মাত্র ৬ রান করে আলাউদ্দিন বাবুর প্রথম শিকারে পরিণত হন তিনি। ফলে ২৭২ রানের সময় ষষ্ঠ উইকেটের পতন হয় খুলনার।
ব্যর্থ জিয়াউরঃ
মাত্র ৬ রানের ব্যবধানে জিয়াউর রহমানকে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রবিউল হক। দলীয় ২৫০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা।
সৌম্যর বিদায়ঃ
রংপুর বিভাগের বিপক্ষে আজ ৩ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করে খুলনা বিভাগ। খেলতে নেমে দলীয় ২৪৪ রানের মাথায় সৌম্য সরকারকে সাজঘর ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রংপুরের পেসার শুভাশিষ রায়। সঞ্জিত সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য (৩৬)।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় রংপুর। জবাবে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন ৩ উইকেটে ১৯২ রানে শেষ করে খুলনা।