ফিরলেন নাঈম, হাফ সেঞ্চুরি সাইফের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ১৩৯/২, ওভার- ২৮
সাইফ ৫৬*, বিজয় ২*; আপোনসো ১/১৫

দ্রুত দুই উইকেট হারাল বাংলাদেশঃ অবস্ট্রাক্ট ইন দ্য ফিল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে দারুণ ফর্মে থাকা নাঈম শেখকে। ৬৬ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি। ৭৬ বলের ইনিংসে ৫ চার এবং ২ ছক্কা মারেন তিনি। সাইফ হাসানের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন নাঈম।
তাঁর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা নাজমুল হোসেন শান্ত নিজেকে মেলে ধরতে পারেননি। আরও একবার ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি। ২ রান তুলতেই সাজঘরের পথ ধরেন তিনি।
এ দিকে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার সাইফ হাসান। ৫৬ রানে ব্যাটিং করছেন তিনি। শান্তর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন অভিজ্ঞ এনামুল হক বিজয়।
সাইফ-নাঈমের দুর্দা??্ত ব্যাটিংঃ শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করছেন বাংলাদেশ 'এ' দলের দুই ওপেনার সাইফ হাসান এবং নাঈম শেখ। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে উদ্বোধনী জুটিতে ১৭ ওভারে দুইজনে ৯০ রান সংগ্রহ করেছেন।
হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। শ্রীলঙ্কান পেসার চামিকা করুনারত্নেকে ১৭তম ওভারের শেষ বলে চার মেরে পঞ্চাশের ঘরে পৌঁছেন নাঈম। ৬১ বলে ইনিংসে ৫ চার এবং এক ছক্কা মেরেছেন তিনি।
তাঁকে সঙ্গ দিয়ে দারুণ ব্যাটিং করছেন সাইফ হাসান। ৪২ বলে ৩১ রান নিয়ে উইকেটে আছেন এই ডানহাতি। নিজের ইনিংসে ইতোমধ্যে ৫ চার মেরেছেন সাইফ।