promotional_ad

সাজঘরে মাহমুদউল্লাহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা মেট্রো ১ম ইনিংসঃ ১৮৯/৬, ওভার- ৭১ 


জাবিদ ১৬*, আরাফাত সানি ২*; আফ্রিদি ২/৫২, মাসুম ১/২৩


চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংসঃ ২৯০ অল আউট (১২৩ ওভার) (তাসামুল ৯০) (আরাফাত সানি ৬/৮৭)।



promotional_ad

ফিরলেন মাহমুদউল্লাহঃ ৬৩ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেছেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। রনি চৌধুরীর বলে চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন আরাফাত সানি। তাঁর সঙ্গে আছে জাবিদ হোসেন। চট্টগ্রাম থেকে এখনও ১০১ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো।


মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিঃ প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩১তম হাফ সেঞ্চুরি করলেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় লিগে ২০১৫ সালে শেষবারের মতো খেলেন তিনি। ৪ বছর পর ফিরেই দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিলেন এই ডানহাতি।


দলের বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছেন এই অলরাউন্ডার। নিজের ইনিংসকে ৫ চার এবং এক ছক্কা মেরেছেন তিনি। চট্টগ্রাম বিভাগ থেকে ১১৮ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। 


দুই উইকেট নিলেন আফ্রিদিঃ দুর্দান্ত বোলিং করছেন চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া মিনহাজুল আবেদীন আফ্রিদি। ইতোমধ্যে দুই উইকেট তুলে নিয়েছেন তরুণ এই লেগ স্পিনার।



আল আমিনকে সরাসরি বোল্ড এবং সৈকত আলীকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন তিনি। তবে কিছুটা খরুচে বোলিং করেন এই তরুণ। ১৭ ওভার হাত ঘুরিয়ে ৫২ রান দিয়েছেন তিনি।


এ দিকে বিপর্যয়ে পড়া ঢাকা মেট্রোর এক প্রান্ত ধরে রেখেছেন মাহমুদউল্লাহ। চল্লিশের ঘরে ব্যাটিং করেছেন এই ডানহাতি। হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে রয়েছেন তিনি।


মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে দল। এর আগে ১৫৭ রানে ৫ উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball