promotional_ad

হতাশ রশিদ খান

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বৃষ্টিতে ভেস্তে গেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এতে বেশ হতাশ হয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।


তাঁর মতে, টুর্নামেন্টের ফাইনালে রিজার্ভ ডে রাখা প্রয়োজন। এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন রশিদ। তবে পরবর্তীতে ফাইনালের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা থাকবে বলে আশাবাদী তিনি।



promotional_ad

সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘রিজার্ভ ডে থাকলে ভালো হতো। আমরা এ নিয়ে আলোচনাও করেছি। ফাইনালে রিজার্ভ ডে থাকা দরকার ছিল। কারণ ফাইনালের মতো বড় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আমি খেলোয়াড় হিসেবে হতাশ। আশা করছি পরবর্তীতে ফাইনালের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা থাকবে।’


সূচি অনুযায়ী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি।


চার ঘণ্টা অপেক্ষার পর রাত ৯টা ৫ মিনিটে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে যৌথ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো সাকিব আল হাসান-রশিদ খানদের।



গ্রুপ পর্বে দুই দেখায় দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রত্যাশা ছিল সকলের। কিন্তু বৃষ্টির কারণে শিরোপা ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই দলকে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball