promotional_ad

এটাই বুমরাহর শেষ হ্যাটট্রিক নয়ঃ পাঠান

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জ্যামাইকা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে একাই ব্যাকফুটে ঠেলে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে বল হাতে ছয় উইকেট নেয়ার পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট হ্যাটট্রিক। তাঁর হ্যাটট্রিকে মুগ্ধ আরেক ভারতীয় ইরফান পাঠান। পাঠানের মতে, এটাই শেষ হ্যাটট্রিক নয় বুমরাহর।


ভারতের একটি পত্রিকাকে এই অলরাউন্ডার বলেন, 'আমি মনে করি, বুমরাহ ভারতের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা। যখন বুমরাহ খেলে না, তখন এটা সবচেয়ে বড় ক্ষতি। অন্য কারো থেকে ওর অনুপস্থিতি দলের জন্য বেশি ক্ষতি।



promotional_ad

ভারতীয় ক্রিকেট তাঁকে পেয়ে গর্বিত। সে দলের খুবই গুরুত্তপূর্ণ একজন সদস্য। ভারতের উচিত তাঁর প্রতি যত্ন নেওয়া। সে যেকোনো ফরম্যাটে সফল হওয়ার ক্ষমতা রাখে। আমি নিশ্চিত, এটাই বুমরাহর শেষ হ্যাটট্রিক নয়।'


ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে হ্যাট্রট্রিকের ক্লাবে নাম লেখান বুমরাহ। ক্যারিবীয়দের ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ।


এরপর শামার ব্রুকস ও রোস্টন চেজকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন এই পেসার। যদিও চেজকে প্রথমে আউট দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে তাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ।



এর মধ্য দিয়ে ভারতের তৃতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেন তিনি। এর আগে হরভজন সিং (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে) এবং ইরফান পাঠান (পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে) ভারতের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball