অবসর নিলে আইকন থাকবেন না মাশরাফি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার জোর গুঞ্জন চলছে। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরুর আগে মাশরাফি অবসর নিলে বিপিএলের আইকন থাকবেন না তিনি। এমনই মনে করেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
মঙ্গলবার বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে ইশতিয়াক বলেন, ‘আমাদের চিন্তা ছিল সে (মাশরাফি) যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। তাহলে খেলোয়াড় ধরে রাখার নিয়মে মাশরাফি তো এমনিতেই থেকে যায়। সে ক্ষেত্রে সাকিব-মাশরাফি দুজনই রংপুরে খেলবে।’

গত বিপিএলেই আইকন হতে চাননি মাশরাফি, এমন তথ্য দিয়েছেন রংপুরের প্রধান নির্বাহী। আসন্ন বিপিএলের আগে অবসর নিলে খেলোয়াড় ধরে রাখার নিয়মে মাশরাফিকে রেখে দেয়ার পরিকল্পনা করছে রংপুর।
ইশতিয়াক সাদিকের ব্যাখ্যা, ‘মাশরাফি কিন্তু গেলবার থেকে আইকন থাকতে চাচ্ছিলো না, কারণ সে কিন্তু টি-টোয়েন্টিতে নেই। তাই যৌক্তিকভাবে মাশরাফিকে আইকন রাখা যায় না। আইকন নতুন হওয়া উচিত, এমন কেউ যে প্রমিসিং। যদিও আমাদের বোর্ড বলছে বা আমরা নিজেরাও জানি আমাদের দেশে ৭জন যথার্থ আইকন খুঁজে বের করা মুশকিল।’
‘আর মাশরাফিরও ইচ্ছা নেই আইকন থাকার। এ বছরও যেটা শুনেছি, ওয়ানডে থেকে যদি সে অবসর নেয় আইকন থাকার কথাও না তার। আমাদের পরিকল্পনায় কিন্তু মাশরাফি রিটেনশনের মধ্যে পড়েছিল, এখন বোর্ড যদি নতুন নিয়ম এনে দেয় আমাদের কিছু করার নেই। যদি কোনো আইকন না থাকে, অবশ্যই আমরা মাশরাফিকে রেখে দিব।’