টেস্ট ক্রিকেট নিয়ে কোহলির ভিন্ন সুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মৃত্যুর মুখে, বিলীন হওয়ার পথে; টেস্ট ক্রিকেটকে নিয়ে এমন মতবাদ দিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধাই। কিন্তু টেস্ট ক্রিকেটকে নিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ভিন্ন মত। সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেট প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের দীর্ঘ পরিসরের ফরম্যাটের প্রতিযোগিতা আরও বাড়িয়েছে বলে মনে করেন কোহলি।
ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। রোমাঞ্চে ভরা অ্যাশেজ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে।

শুধু অ্যাশেজ নয়, রোমাঞ্চ ছড়াচ্ছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজও। টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে আসন্ন সবগুলো টেস্ট ম্যাচই হবে উত্তেজনাপূর্ণ, মনে করছেন কোহলি।
বিশ্বসেরা এই ব্যাটসম্যানের বলেছেন, ‘বর্তমানে খেলাটি অনেক বেশি প্রতিযোগিতামূলক হচ্ছে এবং এটা আপনার খেলা টেস্ট ম্যাচগুলোতে উদ্দেশ্য নিয়ে আসছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানুষ টেস্ট ক্রিকেটের মৃত্যু নিয়ে কথা বলে আসছে। আমার কাছে মনে হয় গত দুই বছরে প্রতিযোগিতা দ্বিগুণ বেড়েছে।’
‘চ্যালেঞ্জ নিয়ে জেতা ক্রিকেটারদের ওপর। যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা যাবে। এখানে খুব কমই বিরক্তিকর ড্র দেখা যাবে। রোমাঞ্চপূর্ণ ড্র হবে ম্যাচগুলো। কারণ সকলেই অতিরিক্ত পয়েন্ট তুলে নিতে চাইবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করতে যাচ্ছে কোহলির ভারত। আগামী ২২ আগস্ট শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।